Advertisement
Advertisement

Breaking News

Shashi Tharoor

পাকিস্তানে জঙ্গিদের মদত দিলে পুরস্কার মেলে, আমেরিকায় শাহবাজ সরকারের মুখোশ খুললেন শশী

লাদেন নিকেশে আমেরিকাকে সাহায্য করা শাকিল আফ্রিদির মুক্তি প্রসঙ্গে মন্তব্য শশীর।

In Pakistan, You Get Rewarded For Promoting Terrorism Says Shashi Tharoor
Published by: Kishore Ghosh
  • Posted:June 8, 2025 4:53 pm
  • Updated:June 8, 2025 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানে জঙ্গিদের মদত দিলে পুরস্কার মেলে’, মার্কিন মুলুকে গিয়ে বললেন অপারেশন সিঁদুরের সর্বদলীয় সংসদীয় দলের অন্যতম সদস্য শশী থারুর। পাকিস্তানের জেলে বন্দি চিকিৎসক ডা. শাকিল আফ্রিদির মুক্তি প্রসঙ্গে একথা বলেন শশী। কী অপরাধ করেছিলেন ডা. আফ্রিদি?

চিকিৎসকের ‘অপরাধ’ হল পাক মাটিতে লুকিয়ে থাকা তৎকালীন আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে নিকেশ করতে মার্কিন সরকারকে সাহায্য করা। আমেরিকার সেনাকে লাদেনের গুপ্তঘাঁটি চিনিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান পাক সরকারের কাছে ডা. আফ্রিদির মুক্তির অনুরোধ করেছেন। এক্স হ্যান্ডেলে শেরম্যান লিখেছেন, “আমি পাকিস্তানি প্রতিনিধিদলকে তাদের সরকারের কাছে ডা. শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয়তা জানিয়েছি, যিনি ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার অপরাধে কারাগারে বন্দি রয়েছেন। ডা. আফ্রিদির মুক্তি ৯/১১-এর নিহতদের ন্যায়বিচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এই প্রসঙ্গে ভারতের সর্বভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের তরফে শশী থারুর বলেন, “শেরম্যানের দাবিকে স্বাগত জানাই। সাহসী চিকিৎসককে গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয়েছে, যিনি লাদেনের ডেরা (যেটি ছিল সেনাক্যাম্পের কাছেই) চিনিয়ে দিয়েছিলেন।” এরপরেই কংগ্রেস নেতা বলেন, “পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দিলে পুরস্কৃত করা হয় এবং জঙ্গিদের ধরিয়ে দিলে নির্যাতন করা হয়!”

পহেলগাঁও হামলা এবং ভারত-পাক সংঘর্ষের পর রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাহারিন, কুয়েত, আলজেরিয়া, গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকার মতো দেশে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিরা। রাজনৈতিক নেতা এবং অভিজ্ঞ কূটনীতিকদের সমন্বয়ে গঠিত দলগুলি বিশ্বের দরবারে ভারতের অবস্থান তুলে ধরছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘বন্ধু’ দেশগুলির সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে।

সূত্রের খবর, সংসদীয় প্রতিনিধিরা দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৩৩ দেশে সফরের পর্যালোচনা করবে। দেশগুলিতে শীর্ষ বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কৌশলগত কথোপকথন হয়েছে, পহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তর সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের ঠিক কী প্রতিক্রিয়া, তাও জানানো হয়েছে। মনে করা হচ্ছে, ৩৩ দেশে ঘুরে আসা প্রতিনিধি দলের প্রতিক্রিয়া শুনে পরবর্তী পদক্ষেপের কথা ভাববে সাউথ ব্লক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement