সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের মাঝেই চিন ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত। চিনে এসসিও বৈঠকে মোদি-পুতিন-জিনপিংয়ের এক ফ্রেমের ছবি বিশ্ব কূটনীতিতে নয়া অক্ষের ইঙ্গিত দিচ্ছে। তবে এই ঘটনাকে বিশেষ আমল দিতে নারাজ আমেরিকা। বরং রাশিয়ার থেকে তেল কেনার জন্য ফের ভারতের সমালোচনা করে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানালেন, ‘ভারত অত্যন্ত খারাপ খেলোয়াড়।’ পাশাপাশি তিনি জানালেন, ভারত যদি রুশ তেল কেনা বন্ধ করে তাহলে ভবিষ্যতে ভারত-মার্কিন ফের সম্পর্ক স্রোতের অনুকূলে বইবে।
শুল্ক ইস্যুতে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “ওরা (ভারত) এখন (মার্কিন পণ্য) শুল্কশূন্য করার প্রস্তাব দিচ্ছে। এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল।” এর পরই ‘ফক্স নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে এসসিও বৈঠক ও মোদি-জিনপিং-পুতিনের সাক্ষাৎকে খাটো করে দেখানোর চেষ্টা করেন ট্রাম্পের রাজস্বসচিব। বলেন, “সাংহাই বৈঠক নতুন কিছু নয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক পরিস্থিতির আবহে এই বৈঠককে যেভাবে দেখানো হচ্ছে বিষয়টা অতটাও কার্যকরী নয়।” একইসঙ্গে ভারত প্রসঙ্গে বলেন, “ভারত অত্যন্ত খারাপ খেলোয়াড়। ওরা রাশিয়ার তেল কিনে খারাপ কাজ করেছে। ওরা রাশিয়ার যুদ্ধের মেশিনে ইন্ধন যোগাচ্ছে। চিনও ঠিক একই কাজ করছে।”
পাশাপাশি মার্কিন রাজস্ব সচিব আশাবাদী ভবিষ্যতে ভারতের সঙ্গে সমস্যা মিটে যাবে। তাঁর কথায়, “মূল্যবোধের দিক থেকে রাশিয়া ও চিনের তুলনায় ভারত আমেরিকার অনেক কাছের। যে সমস্যা চলছে ভবিষ্যতে দুই দেশের মিলিত প্রচেষ্টায় তা মিটে যাবে বলে জানান বেসেন্ট।” বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মার্কিন আধিকারিক বলেন, “আমি ভেবেছিলাম মে বা জুন মাসের মধ্যে আমাদের চুক্তি হয়ে যাবে। আশা ছিল সবার আগে যাদের সঙ্গে আমাদের চুক্তি হবে সেই তালিকায় থাকবে ভারত। তবে ওরা আমাদের সঙ্গে লাগাতার দর কষাকষি করে গিয়েছে। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ায় সুবিধা করে গিয়েছে ওরা। সেখান থেকে তেল কিনে সেই তেল বিক্রি করে বিরাট মুনাফা অর্জন করে ওরা ভালো কাজ করেনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.