সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবিক ভারত! পহেলগাঁওয়ের পরও পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ করল নয়াদিল্লি। দায়িত্বশীল দেশ হিসেবে প্রকৃতির আসন্ন রোষের কথা আগেভাগেই পড়শি দেশকে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে জম্মুর তাওয়ি নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাপিয়ে উঠেছে দুকূল। বিপদ বাড়ছে পাকিস্তানের জন্যও। সূত্রের খবর, এনিয়ে পাকিস্তানকে বন্যা সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। তবে, কোনও দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, তাওয়ি নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ইসলামাবাদে এই সতর্কবার্তা পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন । মে মাসে ভারত-পাক তীব্র সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ভারত সরকার। জানা যাচ্ছে, ভারতের দেওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকারও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জারি হয়েছে হাইঅ্যালার্ট। ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জুন ২৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে ইতিমধ্যেই প্রতিবেশী দেশে ৭৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ১৮ জন আহত হয়েছেন। ভারতীয় হাই কমিশনের এই সতর্কতার জেরে বহু অসহায় পাকিস্তানী নাগরিককে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয় ভারত। ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত যার মধ্যে বড় পদক্ষেপ ছিল। বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি সিন্ধু নদ ও তার উপনদীগুলোর জলবণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছিল। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীগুলির জলস্তর স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পেয়েছে। যে কারণে এই বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.