সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের (Pahalgam Terror Attack) পালটা মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত (India Attack On Pakistan)। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। ভারতের হাতে থাপ্পড় খেয়ে রেগে কাঁই পাকিস্তান। এই হামলার বদলার হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। এই হামলায় ভারতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তিনি জানালেন, ‘সময়মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান।’
পহেলগামে জঙ্গি হামলা ও ২৬ মৃত্যুর বদলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। হামলার ঠিক ১৫ দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় লস্কর ই তইবা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। তাঁদের দাবি, হামলার জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। যদিও জানা যাচ্ছে, অন্তত ৯০ জঙ্গির মৃত্যু হয়েছে এই হামলায়। আহত হয়েছেন আরও বহু। ভারতের হামলার পরই পালটা জবাবের হুঁশিয়ারি দিয়ে বিবৃতি পেশ করা হয় পাকিস্তানের তরফে।
এক্স হ্যান্ডেলে শাহবাজ শরিফ লেখেন, ‘কাপুরুষের মতো পাকিস্তানের পাঁচটি অঞ্চলে হামলা চালানো হয়েছে। এই হামলা যুদ্ধাপরাধ। এর পালটা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। আমরা এর যোগ্য জবাব দেব। পুরো পাকিস্তান সেনার পাশে রয়েছে। আমাদের সেনাবাহিনী জানে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হয়।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমরা শত্রুর খারাপ উদ্দেশ্য সফল হতে দেব না।’ অন্যদিকে, হামলার নিন্দা করে পাকিস্তানের তরফে এক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।
সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনা ভারতের আকাশসীমা থেকেই পাকিস্তানের মাটিতে এই হামলা চালানো হয়। পাকিস্তানের আমজনতার উপর এই হামলা চলেছে। ভারতের আগ্রাসনে শিশু, মহিলা-সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই আগ্রাসন বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি করেছে। সময়মতো এই হামলার পালটা জবাব দেব আমরাও।’ জানা যাচ্ছে, এই হামলার পর বুধবার সকালে পাক প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে বৈঠক করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.