সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, পাকিস্তানে আসলে ‘জঙ্গিস্তান’। এই ভাষাতেই রাষ্ট্রসংঘে পাকিস্তানকে নজিরবিহীন আক্রমণ ভারতের।
শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে ফেলে ভারত। ভারতের বক্তব্য, ‘পাকিস্তান সন্ত্রাসের কারখানা। ওই দেশের কাজই হচ্ছে জঙ্গি রপ্তানি করা।’ এভাবেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় সচিব এনাম গম্ভীর। সরাসরি পাকিস্তানের নাম করে তাঁর কটাক্ষ, “উর্দুতে পাক শব্দের অর্থ পবিত্র। তবে নামের মাহাত্ম্য জলাঞ্জলি দিয়েছে দেশটি। এখন ‘পাক’ মানেই সন্ত্রাস আর জঙ্গিবাদ। পবিত্র মাটির বদলে জন্ম দিয়েছে ‘খাঁটি সন্ত্রাস’।”
World does not need lessons on democracy and human rights from a country whose own situation is charitably described as a failed state:India
— ANI (@ANI)
এদিন রাষ্ট্রসংঘে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের প্রসঙ্গ টেনে আনেন এনাম গম্ভীর। বিশ্বের সামনে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দু’মুখো নীতি ফাঁস করে দেন তিনি। গম্ভীর বলেন, ‘সইদের মতো জঙ্গিনেতা পাকিস্তানে নির্বাচন লড়বে। সন্ত্রাসবাদের পৃষ্টপোষকতার এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। সন্ত্রাসবাদীদের প্রকাশ্যে মদত দিচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর নেপথ্যেও রয়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদীদের সাহায্যে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান। তবে তাদের এই চেষ্টা কখনওই সফল হবে না। এর যোগ্য জবাব দেবে ভারত।’
Even as terrorists thrive in Pak & roam its streets with impunity, we have heard it lecture about protection of human rights in India: India
— ANI (@ANI)
সম্প্রতি, ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহিদ আব্বাসি৷ তিনি দাবি করেন, ভারতের ‘কোল্ড স্টার্ট’ ডকট্রাইনে জল ঢেলে দেবে স্বল্প দূরত্বের পারমাণবিক মিসাইল৷ ভারত হামলা করলে ওই পারমাণবিক মিসাইলের সাহায্যে পালটা হামলা চালানো হবে৷ এদিন ওই বক্তব্যের জবাব দিল ভারত। এদিন ইসলামাবাদকে চরম হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্রসংঘে নয়াদিল্লি সাফ জানিয়ে দিল, কাশ্মীরে নাক গলালে ফল ভালো হবে না। ‘বিফল রাষ্ট্র’ ও সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য পাকিস্তানের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। উল্লেখ্য, কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক স্তরে তুলে আনার চেষ্টায় মরিয়া পাকিস্তান। এদিন ইসলামাবাদের সেই চেষ্টায় জল ঢেলে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লিও।
দেখুন ভিডিও:
: India hits out at Pakistan calling it ‘Terroristan’-with a flourishing industry producing & exporting global terrorism
— ANI (@ANI)
[ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাক প্রধানমন্ত্রীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.