সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে খোঁচা ভারতের। মাত্র দু’দিন আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে বোমা ফেলে শাহবাজ শরিফের সেনা। মৃত্যু হয় ৩০ জন সাধারণ নাগরিকের। তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। আর এই ঘটনাকে উল্লেখ করেই রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগীকে বলতে শোনা গেল, পাকিস্তান এমন এক দেশ যারা রাষ্ট্রসংঘ চিহ্নিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, আবার সাধারণ মানুষের উপরে বোমা ফেলে।
এদিন অধিবেশনে বক্তব্য রাখার সময় ক্ষীতিজ দাবি করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে ধরনের দাবি করছে তা ভিত্তিহীন ও উসকানিমূলক। সেই সঙ্গেই সাম্প্রতিক ঘটনাটির উল্লেখ করে ইসলামাবাদকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর কথায়, ”আমাদের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে। আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।
সামরিক আধিপত্য দ্বারা প্রভাবিত রাজনীতি ভুলে এবং রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকাররে রক্ষা করার দিকেই মনোনিবেশ করা উচিত। তবে সম্ভবত সন্ত্রাসবাদের রপ্তানি, রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকদের উপরই বোমা হামলা থেকে বিরতি পেলে তবেই…”
প্রসঙ্গত, রবিবার রাত ২টো নাগাদ পাকিস্তানি বিমান বাহিনীর ফাইটার জেট ৮টি এলএস-৬ বোমা ফেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে। মুহূর্তে ধ্বংস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ জঙ্গিদের খতম করার উদ্দেশে বোমা ফেলা হয়েছিল বলেই দাবি। যদিও শিশু ও মহিলা-সহ ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। আহত হন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.