Advertisement
Advertisement
PM Modi

খলিস্তানি নিজ্জর খুনে এবার আঙুল মোদির দিকে, ‘হাস্যকর অভিযোগ’, বলছে দিল্লি

এর আগে অমিত শাহের নাম জড়ায় খলিস্তানি জঙ্গি খুনের ঘটনায়।

India on Canada media report claiming PM Modi knew about Nijjar killing
Published by: Kishore Ghosh
  • Posted:November 21, 2024 9:34 am
  • Updated:November 21, 2024 12:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরে কানাডায় খলিস্তানি জঙ্গিদের হত্যার ষড়যন্ত্রে নাম জড়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। বুধবার কানাডার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নিজ্জরকে হত্যার ছক কষার কথা জানতেন মোদিও। ইতিমধ্যে এই খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া, ‘ভিত্তিহীন’ এবং ‘হাস্যকর’ দাবি করা হয়েছে কানাডার সংবাদমাধ্যমে।

Advertisement

ওই সংবাদমাধ্যমের দাবি, নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর তা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। এর পরেই খলিস্তানি জঙ্গিদের হত্যার ষড়যন্ত্র কার্যকর হয়। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, “সাধারণত সংবাদমাধ্যমের খবর নিয়ে আমরা মন্তব্য করি না। কিন্তু কানাডা সরকারের সূত্র উদ্ধৃত করে যখন একটি সংবাদমাধ্যম হাস্যকর মন্তব্য করে তখন তা অবহেলার সঙ্গেই খারিজ করা উচিত।” এই সঙ্গে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ক্রমাগত ভারতের বদনাম করার এই ধরনের চেষ্টার ফলে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও খারাপ হবে।

দীর্ঘদিন যাবৎ খলিস্তানি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে কানাডা। এই নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘ বাদানুবাদ ছিলই। গত বছর হরদীপ সিং নিজ্জর-সহ বেশ কয়েক জন খলিস্তানি জঙ্গির হত্য়ার ঘটনায় তা নয়া মোড় নেয়। ট্রুডো সরকার সরাসরি দাবি করে, এই ঘটনার সঙ্গে ভারত যুক্ত। এর পরেই উভয় দেশের সম্পর্কের অবনতি হয়। কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। এর পর গত অক্টোবরে নিজ্জর হত্যার ঘটনায় নাম জড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এবার খোদ প্রধানমন্ত্রী মোদির নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানাল দিল্লি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ