সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি ভারত ও পাকিস্তান। বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটি সোশাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ট্রাম্পের দাবি, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” ‘যুদ্ধ’ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। মুখ বাঁচাতে ঘুরপথে আমেরিকার দ্বারস্থ হয় শরিফ প্রশাসন। এরপরই আসরে নামে আমেরিকা। বস্তুত পাকিস্তানের অনুরোধে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেন মার্কিন প্রশাসন। সূত্রের দাবি, গত ৪৮ ঘণ্টায় লাগাতার দুদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছে মার্কিন প্রশাসন। দফায় দফায় আলোচনা করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-ও। তারপরই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় বলে দাবি আমেরিকার।
US President Donald Trump says, “After a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire…”
— ANI (@ANI)
শনিবার বিকাল ৫টা নাগাদ ট্রাম্প সোশাল মিডিয়ায় দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের পর দুই দেশের তরফেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সোশাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পরে ভারতের বিদেশমন্ত্রকও জানায়, পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তবে দুই দেশের কেউই ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখ করেনি।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান আকাশ, জল এবং স্থলে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকেই দুদেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিক্রম মিসরি জানালেন, “পাকিস্তান ডিজিএমও ভারতের ডিজিএমওকে আজ বেলা ৩টে ৩৫ মিনিট নাগাদ ফোন করেন। দুপক্ষের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগামী ১২ মে দুপক্ষের মধ্যে ফের বৈঠক হবে।” অর্থাৎ বিদেশমন্ত্রক স্পষ্ট করে দিল অন্তত দুই দেশের ডিজিএমওর পরবর্তী বৈঠক পর্যন্ত দুদেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর থাকবে।
“Pakistan’s DGMO called Indian DGMO at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land, in the air & sea with effect from 1700 hours IST. Instructions have been given on both sides to give effect to…
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.