Advertisement
Advertisement

Breaking News

India Pakistan News

ভারত-পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

রাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

India Pakistan News: JD Vance says US will not intervene in India-Pak dispute
Published by: Biswadip Dey
  • Posted:May 9, 2025 7:59 am
  • Updated:May 9, 2025 7:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমনটাই জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এটা আমেরিকার কোনও বিষয় নয়।”

Advertisement

সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কী হবে? এপ্রসঙ্গে জেডি বলছেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” সেই সঙ্গেই তিনি আশাপ্রকাশ করেন, এই সংঘাত কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না। পরমাণু যুদ্ধের মতো কিছু ঘটবে না তাতে যে তিনি নিশ্চিত, সেকথাও বলেন জেডি।

প্রসঙ্গত, এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর সঙ্গে কথা হয়েছে যাঁদের মধ্যে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। পরে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকতে চায় আমেরিকা। এটা যথেষ্ট প্রশংসনীয়। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক নিশানায় পরিমিতভাবে পদক্ষেপ করছে ভারত। যে কোনও হামলা হলে আমরা তার কঠোর জবাব দেব।’ উল্লেখ্য, হামলা শুরুর পরেই পাকিস্তানকে শান্ত হতে নির্দেশ দিয়েছিল আমেরিকা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব। তবে এবার জেডি ভ্যান্স বার্তা দিলেন, কূটনৈতিক স্তরে এই সংঘাত কমাতে সচেষ্ট হলেও সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা।

এদিকে মার্কিন বিদেশ সচিবের পর ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গেও কথা বলেন জয়শংকর। পাশাপাশি ‘বন্ধু’ ইটালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সঙ্গেও কথা বলেছেন তিনি। কড়া জবাব দিতে ভারত পিছপা হবে না, একাধিক রাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement