সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য কোন দিকে উঠল? দিল্লির সুরে সুর মেলাল ইসলামাবাদ! এতদিনে তারা জানাল, অপারেশন সিঁদুরের পর সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় ভারত কখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি। খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার একথা বললেন সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে। কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য়স্থতার মিথ্যাচার ওড়ালেন পাক বিদেশমন্ত্রী।
আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ইশক দার বলেন, “ভারত কখনওই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি।” তবে পাশাপাশি পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান তৈরি থাকলেও, নয়াদিল্লি কোনও সাড়া দেয়নি। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের সঙ্গে কোনও (শান্তি) আলোচনা চলছে কি? কোন তৃতীয় পক্ষ জড়িত? আপনারা কি তৃতীয় পক্ষের উপস্থিতিতে রাজি?” উত্তরে ইশক দার বলেন, “তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় আমাদের আপত্তি নেই, কিন্তু ভারত বরাবর বলে আসছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের আপত্তি নেই, তবে স্পষ্ট আলোচনা চাই। সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু ও কাশ্মীর, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি।”
পাক বিদেশমন্ত্রী আল জাজিরাকে আরও বলেন, সংঘর্ষবিরতির কথা বলেছিল আমেরিকা। পাশাপাশি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব করা হয়। আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্রাম্পের মধ্যস্থতার দাবি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল পাকিস্তান। তখন তিনি স্পষ্টভাবে জানান, ভারত সর্বদা এটিকে “দ্বিপাক্ষিক বিষয়” হিসাবেই তুলে ধরেছে। ইশক দার আরও বলেন, “২৫ জুলাই ওয়াশিংটনে যখন আমি রুবিওর সঙ্গে দেখা করি, তখন আমি তাঁকে জিজ্ঞাসা করি আলোচনার বিষয়ে। তিনি বলেন, ভারত বলেছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়।” উল্লেখ্য, কাশ্মীর ইস্যু কেন্দ্রীক ভারত-পাকিস্তান সংঘাতের বিষযটিকে দিল্লি সব সময় দ্বিপাক্ষিক বিষয় হিসাবেই তুলে ধরেছে। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টিকে তুলে ধরতে চায় পাকিস্তান। যদিও এক্ষেত্রে ভারতের বক্তব্যেই সিলমোহর দিল পাকিস্তানের বিদেশমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.