Advertisement
Advertisement
Indus water treaty

‘সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানই’, রাষ্ট্রসংঘের সম্মেলনে ইসলামাবাদের ‘ষড়যন্ত্র’ ফাঁস ভারতের

ভারতকে দোষ দেওয়া বন্ধ করুন, শাহবাজকে তোপ ভারতের।

India slams Pakistan for misusing UN forum for Indus Water Treaty
Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2025 12:10 pm
  • Updated:June 1, 2025 12:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘের সম্মেলনে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। হিমবাহ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনে ভার‍ত স্পষ্ট জানিয়েছে, সিন্ধু জলচুক্তি নিয়ে ভার‍তকে দোষারোপ বন্ধ করুক পাকিস্তান। কারণ চুক্তির শর্ত ভেঙে তারাই বারবার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। উল্লেখ্য, এই সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।

Advertisement

পাকিস্তানের ‘বন্ধু’ রাষ্ট্র তাজিকিস্তানে প্রথমবার আয়োজিত হয়েছে হিমবাহ সংক্রান্ত রাষ্ট্রসংঘের অধিবেশন। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তবর্ধন সিং। সম্মেলনে বক্তৃতা দিয়ে শাহবাজ বলেন, “একতরফাভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভার‍ত। এমন আচরণ নিন্দনীয়। এইভাবে চুক্তি স্থগিত রাখা এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করা কিছুতেই মেনে নেবে না পাকিস্তান।”

শাহবাজের এমন মন্তব্যের পরেই তাঁকে তোপ দেগেছেন কীর্তিবর্ধন। সাফ জানিয়ে দেন, “পাকিস্তান এই মঞ্চের অপব্যবহার করছে। এই মঞ্চের আওতায় পড়ে না এমন বিষয় উত্থাপন করা হচ্ছে। পাকিস্তানের এহেন আচরণের তীব্র নিন্দা করি। এছাড়াও সিন্ধু জলচুক্তির শর্ত সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ প্রযুক্তি, জনবিন্যাস, আবহাওয়া সবকিছুই পালটে গিয়েছে। সেই সঙ্গে পাক মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাসও বাড়ছে। তাই চুক্তির বর্তমান শর্ত মেনে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পাকিস্তান নিজেই সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে। তাই ভার‍তকে অযথা দোষারোপ করা বন্ধ করুক ওরা।”

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। সেই কথাই আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে হিমবাহ সংক্রান্ত সম্মেলনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ