ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আগেও একথা বলেছেন। বারবার। এবার ফের একই কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তাঁকে ফের ভারতের রুশ তেল কেনা নিয়ে আস্ফালন করতে দেখা গেল। এবার তাঁর দাবি, ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে!
এদিন তাঁকে বলতে শোনা যায়, ”ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। ওরা আগের থেকে শান্ত হয়ে গিয়েছে।” গত বুধবারই ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তখনই নাকি তিনি ট্রাম্পকে কথা দিয়েছেন, নয়াদিল্লি আর রাশিয়ার থেকে তেল কিনবে না। এই পদক্ষেপকে ‘বড় পদক্ষেপ’ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে মোদির দাবি, ”আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।” যদিও ট্রাম্পের এহেন দাবি উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে ওইদিন কোনও ফোন হয়নি। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনওটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি।’ উল্লেখ্য, বিদেশমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল ‘জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।’
ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের উপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। ফের একই কথা বলতে শোনা গেল তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.