সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা জালিয়াতির অপরাধে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা। বাঙালিনী এই মহিলার নাম মণা ঘোষ। বয়স ৫২ বছর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন পরিষেবার জন্য ‘রিইম্বার্সমেন্ট ক্লেম’ করেন, যা হয় সরবরাহ করা হয়নি অথবা চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় ছিল না। আদালতে আইনজীবীরা অভিযোগ করেন, এই ধরনের জালিয়াতি রোগীদের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতাকে বিপন্ন করেছে। এবার সেই অপরাধেই হাজতে যেতে হল মণাকে।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ‘মেডিকেইড’ ও ‘ট্রাইকেয়ার’-এর মতো সংস্থার কাছে বহু ক্লেম জমা দিয়েছিলেন। পাশাপাশি বেসরকারি বিমা সংস্থাগুলির কাছেও তিনি ক্লেম করেন। পাশাপাশি নিজের সংস্থার কর্মীদেরও তিনি একই নির্দেশ দিয়েছিলেন। ‘প্রোগ্রেসিভ উওমেনস হেলথকেয়ার’ নামের একটি প্রসূতি ও স্ত্রীরোগ কেন্দ্র চালাতেন মণা।
এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এবং বায়োপসি, আলট্রা সাউন্ড, টিকা, রক্ত পরীক্ষা এবং যৌনবাহিত রোগের পরীক্ষার ভুয়ো বিল বানাতেন তিনি। সব মিলিয়ে তাঁর জালিয়াতির জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। গত বছরের ২৭ জুন দোষী সাব্য হয়েছিলেন মণা। এবার তাঁকে সাজা শোনানো হল। দশ বছরের কারাবাসের পাশাপাশি ১৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১২.৫ কোটি টাকা) দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মণাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.