সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন বছর ২৭-এর ভারতীয় যুবক। রাতে কর্মরত অবস্থায় অজ্ঞাত আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। ডাক্তরি পড়তে মার্কিন মুলুকে যান হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পোলে। হাত খরচের জন্য ডালাসের একটি গ্যাস স্টেশন কাজ করছিলেন তিনি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর।
হায়দরাবাদে দাঁতের শল্য চিকিৎসা (Dental Surgery) বিভাগে স্নাতক হওয়ার পর মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন চন্দ্রশেখর পোলে। মাস ছয়েক আগেই সেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমেরিকারই কোনও হাসপাতালে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময়ে হাত খরচ চালাতে ডালাসের গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছিলেন। তাতেই বিপত্তি ঘটে হল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল তাঁর। যুবকের মৃতদেহ দেশে ফেরাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রার্থনা করেছে পোলে পরিবার।
শনিবার হায়দরাবাদে মৃত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী টি হরিশ রাও এবং বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি। মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যুবকের মৃতদেহ দেশে ফেরাতে সব রকম সাহায্য করুক রাজ্য সরকার। বিআরএস বিধায়কও একই দাবি তোলেন সরকার পক্ষের কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.