সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের বিদায়বেলায় বিক্ষোভের আগুনে পুড়ল আমেরিকার (America) ক্যাপিটল হিল। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বুধবার সেখানে রীতিমতো তাণ্ডব চালায় ট্রাম্পপন্থীরা। ক্যাপিটল বিল্ডিং চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা কেউ ট্রাম্পের দলের পতাকা, কেউ আমেরিকার জাতীয় পতাকা হাতেও বিক্ষোভ দেখায়। কিন্তু সেই বিক্ষোভের মধ্যেই ভারতের (India) পতাকাও দেখা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর এরপরই গোটা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাজিমাত করার পর জো বিডেনকে (Joe Biden) জয়ের শংসাপত্র দিতে বুধবার শুরু হয় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন। পাশাপাশি ট্রাম্প সমর্থকরাও তাণ্ডব শুরু করে। নির্বাচনে পরাজিত হলেও ক্ষমতা ছাড়বেন না বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই ‘কারচুপি’ ভরা নির্বাচনের প্রতিবাদে সমর্থকদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন তিনি।
এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভের মাঝেই কেউ একজন ভারতের জাতীয় পতাকা (Indian National Flag) হাতে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার পতাকার পাশাপাশি রীতিমতো উড়ছে তেরঙ্গাও।
ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। কেউ প্রশ্ন করেন, ‘‘আমেরিকার বিক্ষোভেও ভারতের তেরঙ্গা কেন দেখা যাচ্ছে?’’ কেউ আবার লেখেন, ‘‘ওখানে আমাদের জাতীয় পতাকার উপস্থিতি একদমই মানা যায় না।’’ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর প্রশ্ন, ‘‘ওখানে ভারতীয় পতাকা কেন? এই যুদ্ধে আমাদের অংশগ্রহণের দরকার নেই।’’ কমেডিয়ান বীর দাস আবার মজার ছলে লেখেন, ‘‘ওই ভিড়ের মধ্যে যিনি পতাকা ওড়াচ্ছেন, তাঁকে বলছি, কোনও জায়গায় ভিড় মানেই সেটা ক্রিকেট ম্যাচ নয়।’’
Not the place where we’d like to see our Indian flag 🙂🙂
— S. (@ShitSaniyaSays)
Why is there an Indian flag there??? This is one fight we definitely don’t need to participate in…
— Varun Gandhi (@varungandhi80)
Whoever is waving this Indian flag should feel ashamed. Don’t use our tricolour to participate in such violent & criminal acts in another country.
— Priyanka Chaturvedi (@priyankac19)
Dear random Indian dude waving Indian flag at the
Every large crowd IS NOT A CRICKET MATCH!— Vir Das (@thevirdas)
That’s an Indian flag supporting a protest aimed at dismantle American democracy. Any idea who these idiots are and why they feel the need to fly the Indian flag?
— Ram Subramanian (@VORdotcom)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.