সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলযাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ভারতীয় যুবক। বর্তমানে ইউক্রেন সেনার হেফাজতে গুজরাটের মোরবির বাসিন্দা মাজোতি সাহিল মহম্মদ হুসেন। তিন দিন যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর পর ২২ বছর বয়সি মাজোতি ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর কিয়েভের ভারতীয় দূতাবাস এই তথ্য খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের তরফেও সরকারিভাবে এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি।
ইউক্রেন সেনার তরফে টেলিগ্রামে এক ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মাজোতিকে বলতে শোনা যাচ্ছে, পড়াশুনোর জন্য ভারত থেকে রাশিয়া এসেছিলেন তিনি। পরে মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৭ বছরের জেল হয়। তবে জেলযাত্রা এড়াতে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক। মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, ১ অক্টোবর রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ১৬ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁকে। নিজের দলের কমান্ডারের সঙ্গে সংঘাতের জেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন ওই যুবক। মাজোতি বলেন, “আমি প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি হয়েছিলাম। ওই অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করি।”
ওই যুবকের আরও জানান, “আমাকে যে অর্থের বিনিময়ে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল সেই অর্থ আমি পাইনি। ওরা মিথ্যে কথা বলেছিল। ফলে আমি রাশিয়ায় ফিরে যাওয়ার পরিবর্তে ইউক্রেনের কারাগারে যাওয়াই পছন্দ করব।” উল্লেখ্য, রুশ সেনায় যোগ দিয়ে ভারতীয়দের দুর্ভাগ্যজনক পরিণতি এই প্রথমবার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে বহু ভারতীয় পড়ুয়া ও শ্রমিকদের রাশিয়া নিয়ে গিয়ে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছিল খোদ ভারত সরকার।
গত মাসে বিদেশ মন্ত্রকের এক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে রুশ সেনায় কর্মরত ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। এছাড়া মস্কোকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতীয়দের যুদ্ধে না পাঠানোর জন্য। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়। যার মধ্যে ১২ জন নিহত ও ১৬ জন নিখোঁজ। ৯৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.