Advertisement
Advertisement
Canada

কানাডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ভারতীয় যুবকের

ফের বিমান দুর্ঘটনা!

Indian National Killed In Plane Crash In Canada's Newfoundland
Published by: Subhodeep Mullick
  • Posted:July 30, 2025 4:58 pm
  • Updated:July 30, 2025 4:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান দুর্ঘটনা! এবার ঘটনাস্থল কানাডা। কানাডার নিউফান্ডল্যান্ডে একটি লেকের কাছে যাত্রীসমেত ভেঙে পড়ল একটি বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তার মধ্যে একজন ভারতের নাগরিক। ঘটনাটি শনিবার ঘটলেও তা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার।

Advertisement

জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ নিউফান্ডল্যান্ডের ডিয়ার লেকের কাছে আচমকা ভেঙে পড়ে পাইপার নাভাজো টুইন-ইঞ্জিন বিমানটি। উড়ানের ভিতর দু’জন যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয়। তাঁর নাম গৌতম সন্তোষ। তিনি কেরলের বাসিন্দা। তবে এই দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ঘটনায় শোকপ্রকাশ করেছে কানাডার ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘নিউফাউন্ডল্যান্ডে একটি বিমান দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা তাদের সঙ্গে যোগাযোগও রাখছি। তাদের সবধরনের সহযোগীতা করা হবে।’ কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

বিমান সংস্থার এক আধিকারিক বলেন,, “মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ