Advertisement
Advertisement

Breaking News

US

কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি

কমপক্ষে ১০০ জনকে তাঁরা প্রতারণার ফাঁদে ফেলেছিলেন।

Indian-Origin Couple Arrested In 4 Million Dollar Real Estate Scam In US
Published by: Subhodeep Mullick
  • Posted:July 22, 2025 4:08 pm
  • Updated:July 22, 2025 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি। ধৃতদের নাম সিদ্ধার্থ মুখার্জি এবং সুনীতা মুখার্জি। সূত্রের খবর, কমপক্ষে ১০০ জনকে তাঁরা প্রতারণার ফাঁদে ফেলেছিলেন। গত জুন মাসে টেক্সাসের টারান্ট কাউন্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নর্থ টেক্সাসের প্লানো শহরের বাসিন্দা ওই দম্পতি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁদের ঝাঁ চকচকে বাড়ি এবং বিলাসবহুব জীবনযাত্রা সকলকেই খুব আকর্ষণ করত। শুধু তাই নয়, স্থানীয়দের বয়ান অনুযায়ী, ওই দম্পতির ব্যবহারও খুব ভালো ছিল। কিন্তু ভিতরে ভিতরে যে তাঁরা প্রতারণার জাল বিছিয়ে রেখেছিলেন, তা কেউই জানতে পারেননি। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তাঁরা একটি ভুয়ো রিয়েল এস্টেট সংস্থা খোলেন। সেখানে তাঁরা বিভিন্ন বাড়ি বা অ্যাপার্টমেন্টের নকল দলিল বানাতেন। এরপর সেগুলি বিভিন্ন জনকে দেখিয়ে আগাম টাকা হাতিয়ে নিতেন। জানা গিয়েছে, কমপক্ষে ১০০ জন তাঁদের প্রতারণা ফাঁদে পা দিয়েছিলেন।

পুলিশের এক আধিকারিক বলেন, “বেশ কিছু বছর ধরে তাঁরা এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন। অভিনব কায়দায় তাঁরা বহু মানুষকে ঠকিয়ে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement