Advertisement
Advertisement
San Francisco International Airport

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ! আমেরিকায় গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

ধৃতের নাম রুস্তম ভাগওয়াগার।

Indian-Origin Delta Co-Pilot Arrested From Cockpit 10 Minutes After Landing in San Francisco International Airport
Published by: Subhodeep Mullick
  • Posted:July 29, 2025 2:28 pm
  • Updated:July 29, 2025 2:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার হলেন ডেল্টা এয়ারলাইন্সের এক ভারতীয় বংশোদ্ভূত পাইলট। রবিবার সান ফ্রান্সিসকোকে বিমানবন্দরে উড়ানটি অবতরণের পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুস্তম ভাগওয়াগার। বয়স ৩৪ বছর। গত এপ্রিল মাসে আমেরিকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে সম্প্রতি মূল অভিযুক্ত হিসাবে রুস্তমকে চিহ্নিত করে পুলিশ। এরপরই তাঁকে গ্রেপ্তারির তোড়জোড় করা হয়। ক্যালিফোর্নিয়ার কনট্রা কোস্টা কাউন্টির এক পুলিশ আধিকারিকের কথায়, “রবিবার সকালে মিনিপলিস থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান রওনা দেয়। আমরা খবর পাই ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন রুস্তম। সেই মতো আগেভাগে পুলিশের একটি সান ফ্রান্সিসকোকে বিমানবন্দরে হাজির হয়। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ উড়ানটি অবতরণ করে। তার ১০ মিনিটের মধ্যেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

বিমান সংস্থার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ঘটনায় আমরা হতবাগ। ডেল্টা এয়ারলাইন্স কোনও রকম অপরাধকে সমর্থন করে না। তদন্তকারীদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ