প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধের বিনিময়ে রোগীদের থেকে যৌনতা দাবি! এমনই অভিযোগ উঠল আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বিরুদ্ধে। পাশাপাশি চিকিৎসা জালিয়াতি ও মাদক জাতীয় ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৫১ বছর বয়সি ওই চিকিৎসকের নাম ঋতেশ কালবার। তিনি বর্তমানে নিউ জার্সির সেককস শহরের বাসিন্দা। ফেয়ার লন এলাকায় একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তিনি। সেখানেই রোগীদেরপ অপ্রয়োজনীয় ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি চিকিৎসার বিনিময়ে রোগীদের কাছে ওই চিকিৎসক যৌন সুবিধা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। মার্কিন পুলিশ জানিয়েছে, রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ হাজারের বেশি জাল ওষুধ প্রেসক্রাইব করেছেন ওই চিকিৎসক।
নিউ জার্সির পুলিশ জানিয়েছে, ঋতেশ কালবারের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। মেডিকেড প্রকল্পের প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট-এর মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অর্থাৎ রোগী আসেনি অথচ রোগী দেখার নাম করে বিল করেছেন ওই চিকিৎসক।
সম্প্রতি আমেরিকার একটি আদালতে পেশ করা হয় ওই চিকিৎসককে। সেখানকার ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসার কালবারকে জামিন দিলেও একাধিক শর্ত বেঁধে দেন। বর্তমানে গৃহবন্দী থাকতে হচ্ছে ওই চিকিৎসককে। পাশাপাশি ১ লক্ষ ডলারের বিনিময়ে জামিন পান তিনি। তাঁর চিকিৎসা অনুশীলন ও ওষুধ প্রেসক্রাইব করার অধিকার কেড়ে নিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, কালবারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যদি প্রমাণিত হয় তাহলে ২০ বছরের জেল ও ১ মিলিয়ন ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, স্বাস্থ্য বিমা প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আরও ১০ বছরের জেল ও আড়াই লক্ষ ডলার জরিমানা করা হতে পারে ওই চিকিৎসককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.