সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছরের পুত্রসন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার সান্টা আনায় একটি মোটেলে ছেলেকে নিয়ে উঠেছিলেন তিনি। সেখানেই ছেলেকে খুন করে পুলিশে খবর দিতে দেখা গিয়েছে তাঁকে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে। প্রাথমিক ভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে ছাড়া পেতেই নিজের ছেলে খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সরিতা রামারাজু। বয়স ৪৮ বছর। ২০১৮ সালে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়। আদালতের অনুমতিতে তাঁদের ছেলে থাকত বাবার কাছে। তবে নির্দিষ্ট সময় অন্তর ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন রামারাজুও। গত বছর থেকে ছেলেকে নিজের কাছে পাকাপাকিভাবে রাখা নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বচসা তুঙ্গে ওঠে রামারাজুর। সম্প্রতি তিনি ছেলেকে কাছে পান। এরপর তাঁরা ডিজনিল্যান্ডে যান। সেখানে তিনদিন কাটানোর পর যে মোটেলে তাঁরা উঠেছিলেন সেখানেই নিজের ছেলের গলা কেটে তাঁকে খুন করেন বলেই অভিযোগ। তারপর ৯১১ নম্বরে ফোন করে জানান, খুন করার কথা। পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, সেদিনই ছেলেকে স্বামীর কাছে ফেরত দেওয়ার কথা ছিল ওই মহিলার।
জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ২৬ বছরের সাজা হতে পারে রামারাজুর। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, ”অভিভাবকদের মধ্যে সম্পর্কের অবনতির কারণে সন্তানের প্রাণসংশয় হওয়া কখনওই কাম্য নয়। ক্রোধ এখানে ভালোবাসাকেও টপকে গিয়েছে। আসলে রাগ মানুষকে ভুলিয়ে দেয় আপনি কাকে ভালোবাসেন এবং কী করতে যাচ্ছেন। সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হল মা-বাবার কোল। তাঁকে আদরে জড়িয়ে না ধরে গলা কেটে ফেলায় ছেলেটি তাঁর হাতেই প্রাণ হারাল যিনি ওঁকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.