Advertisement
Advertisement
NRI

আরেক ‘মিসেস চ্যাটার্জি’! কোলের সন্তান হারিয়ে ‘আত্মঘাতী’ ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীর্ঘ লড়াইয়ের পরে হতাশ হয়েই আত্মঘাতী?

Indian-origin woman's tragic death after child custody battle। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 1, 2023 4:09 pm
  • Updated:September 1, 2023 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি সাড়া ফেলেছিল এদেশে। মায়ের কোলের শিশুকে হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছিল নরওয়ে সরকারের বিরুদ্ধে। এবার সেই কাণ্ডের ছায়া দেখা গেল অস্ট্রেলিয়ায় (Australia)। দুই সন্তানকে হারিয়ে আত্মহত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। তাঁর সন্তানরা সরকারি কাস্টডিতে ছিল। দেশে ফিরে গিয়েছিলেন প্রিয়দর্শিনী প্যাটেল নামের ওই মহিলা। আর এবার কর্ণাটকে (Karnataka) তাঁর মৃত্যুর খবর মিলল। সন্তানকে ফিরে না পেয়েই তিনি আত্মহত্যা করলেন বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,আইটি সেক্টরে চাকরি করতেন প্রিয়দর্শিনী। তাঁর কনিষ্ঠ সন্তান অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু মাস ছয়েক ধরে চিকিৎসা চলার পরও শিশুপুত্রটি সুস্থ হয়নি। এরপর ক্ষুব্ধ দম্পতি শিশুটির মেডিক্যাল ট্রান্সফার করতে চাইলে তা বাতিল করে দেওয়া হয়। বলা হয়, বাড়িতে যথাযথ দেখভাল করা হয়নি বলেই শিশুটি সুস্থ হচ্ছে না। তাকে অফিসিয়াল কাস্টডিতে নেওয়া হয়। সেই সঙ্গে ওই দম্পতির বড় ছেলে, যার বয়স ১৮ পেরিয়ে গিয়েছে, তাকেও কাস্টডিতে নেওা হয়েছিল।

[আরও পড়ুন: INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেই গান্ধী পরিবারের কেউ]

এরপর সন্তানদের ফিরে পেতে মামলা করেন প্রিয়দর্শিনী ও তাঁর স্বামী। অস্ট্রেলিয়ার ভারতীয় দূতাবাসের তরফেও এই ঘটনার প্রতিবাদ করা হয়। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও কথা দেন, তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু তবুও শেষ পর্যন্ত সদর্থক কিছু হয়নি। এদিকে প্রিয়দর্শিনী দেশে ফিরে আসেন এই মাসে। এবং শেষ পর্যন্ত সন্তানদের হারিয়ে শোকাচ্ছন্ন অবস্থায় তিনি মৃত্যুকেই বেছে নিলেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার তরফে শোকপ্রকাশ করা হয়েছে। পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনা করার কথাও বলা হয়েছে।

[আরও পড়ুন: ‘সব ভারতীয়ই হিন্দু, হিন্দু মানেই ভারত’, বিস্ফোরক দাবি RSS প্রধান মোহন ভাগবতের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement