Advertisement
Advertisement
New York Mayor Polls

নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী মীরা নায়ারের ছেলে, ‘পাগল কমিউনিস্ট’, কটাক্ষ ট্রাম্পের

এবারের ডেমোক্র্যাটিক প্রাইমারি ঘিরে তৈরি হয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি।

Indian-Origin Zohran Mamdani Wins Democratic Race For New York Mayor Polls, Trump attacks
Published by: Subhodeep Mullick
  • Posted:June 26, 2025 10:31 am
  • Updated:June 26, 2025 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ইতিহাস রচনা করলেন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এই প্রথম মুসলিম সম্প্রদায়ের কেউ নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৫৮.৩ শতাংশ ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। ৩৩ বছর বয়সি এই প্রার্থীর জয় শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, মুসলিম ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এক যুগান্তকারী মাইলফলক। জয়লাভের পরই জোহরানকে ‘পাগল কমিউনিস্ট’ বলে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ডেমোক্র্যাটরা সব সীমা অতিক্রম করেছে। মামদানি ১০০ শতাংশ একটা পাগল কমিউনিস্ট। নিউইয়র্কে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। দেশে আগেও উগ্র বামপন্থীরা ছিল, কিন্তু এটা একটু বেশি হাস্যকর হয়ে উঠছে। মামদানি আগাগোড়া একটা বোকা লোক। তাঁকে দেখতে ভয়ঙ্কর। কথা বলতে গেলে ওর গলা কাঁপে।’

এবারের ডেমোক্র্যাটিক প্রাইমারি ঘিরে তৈরি হয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার পাশাপাশি, গাজা যুদ্ধ, আবাসন সংকট, পুলিশি বর্বরতা এবং শ্রমিক অধিকার ইস্যুতে নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। জোহরান সেই ক্ষোভের কণ্ঠস্বর হয়ে ওঠেন। জোহরানের বক্তৃতায় বারবার উচ্চারিত হয়েছে, “আমি কেবল মুসলিমদের প্রতিনিধিত্ব করি না, আমি সেই সকল মানুষের পক্ষে লড়ছি, যাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে।” বলিউডি সংলাপ, জোহরান মামদানি ভোট চেয়েছেন বাংলাতেও। হিন্দিতে তাঁর সংলাপ চমকে দিয়েছে। তাঁর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন মাত্র ৩৬.৪ শতাংশ। জিতলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র।

প্রসঙ্গত, বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement