Advertisement
Advertisement
London

লন্ডনের ভারতীয় রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন ৫ জন, গ্রেপ্তার ২

পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে অনুমান পুলিশের।

Indian restaurant in London set on fire in arson attack
Published by: Amit Kumar Das
  • Posted:August 25, 2025 9:10 am
  • Updated:August 25, 2025 9:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের এক ভারতীয় রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন ৫ জন। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ৫ জন।

Advertisement

লন্ডনের মেট্রোপলটন পুলিশের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটে লন্ডনের ইন্ডিয়ান অ্যারোমা রেস্তরাঁয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। ঘটনার তদন্তে নেমে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের একজনের বয়স মাত্র ১৫ বছর, অন্যজন ৫৪ বছর বয়সি। অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের অনুমান ঘটনায় আরও দুই জন আহত হয়েছিলেন। তবে পুলিশ আসার আগে তাঁরা সেখান থেকে চলে যান।

অগ্নিকাণ্ডের ঠিক আগের মুহূর্তের কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান পরিকল্পনা করেই এই আগুন লাগানো হয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢেকে কয়েকজন লোক রেস্তরাঁর পাশে সন্দেহজনকভাবে ঘরাঘুরি করছিলেন। এরপর কিছু তরল পদার্থ ঢালতে দেখা যায় তাঁদের। তারপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফে জানানো হয়েছে, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠাই। সেখানেই আহত ৫ জনের চিকিৎসা করা হয়। পরে দুই জনকে ট্রমা কেয়ারে ও তিন জনকে হাসপাতালে পাঠানো হয়।” ঠিক কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ