সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সফ্টওয়্যার ব্যবহার করে ইরানের গোপন সামরিক তথ্য হাতিয়েছে ইজরায়েল! মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি ইরানের সংবাদমাধ্যমের। অভিযোগ করা হচ্ছে, ইরানের মাটিতে ইজরায়েলের নিখুঁত হামলার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় সফ্টওয়্যার। যদিও এই দাবির নেপথ্যে যথোপযুক্ত কোনও প্রমাণ প্রকাশ্যে হয়নি।
ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেহানের তরফে অভিযোগ করা হয়েছে, ভারত, ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলির মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্বের নামে গুপ্তচরবৃত্তির এক বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। দাবি করা হয়েছে, ইরান তো বটেই সৌদি, কুয়েত, কাতার-সহ একাধিক দেশ দীর্ঘ বছর ধরে এই ভারতীয় সফ্টওয়্যার ব্যবহার করে আসছে। যে সফ্টওয়্যারগুলিতে পিছনের দরজা দিয়ে সহজে প্রবেশ করতে পারে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এর মাধ্যমেই আরব দেশগুলির সংবেদনশীল তথ্য এমনকী রিয়েল টাইম লোকেশন হাতিয়েছিল ইজরায়েল। শুধু তাই নয়, এর মাধ্যমে বিমানবন্দর, বেসামরিক তথ্য, পাসপোর্ট সিস্টেম এমনকী সামরিক সফ্টওয়্যার গোপনে নিয়ন্ত্রণ করা হত।
ওই সংবাদমাধ্যমের আরও দাবি, ইরান, চিন ও রাশিয়ার সাইবার বিশেষজ্ঞদের তদন্তে নাকি জানা গিয়েছে, ভারতের সফ্টওয়্যারে এমন কোড রয়েছে যা ইজরায়েলকে সহজে প্রবেশের পথ তৈরি করে দেয়। যার মাধ্যমে মোসাদ সহজে নিয়ন্ত্রণ করতে পারে এটি। এর মাধ্যমে শুধুমাত্র তথ্য চুরি নয়, ইরানের সামরিক ক্ষেত্রের বিস্তারিত তথ্য হাতিয়ে তা কার্যত নিয়ন্ত্রণ করেছে ইজরায়েল। দাবি করা হচ্ছে, ইরান ও ইজরেয়েলের মধ্যে চলা ১২ দিনের সংঘাতে ইরানের মাটিতে ইজরায়েল যে নিখুঁত হামলা চালিয়েছিল তার নেপথ্যে ছিল এইসব সফ্টওয়্যারের থেকে পাওয়া গোপন তথ্য।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার এবং কুয়েতের সরকারগুলির মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় সফ্টওয়্যার ব্যবহারকারী মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইরানের এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। উল্লেখ্য, ইরান ও ইজরায়েল দুই ‘বন্ধু’ দেশের সংঘাতে শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল ভারত। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছিল মোদি সরকার। সেখানে ইরানের এহেন অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। যদিও ভারতের তরফে এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.