Advertisement
Advertisement

Breaking News

Fake News

ভুয়ো খবর বেশি বিশ্বাস করে ভারতীয়রা! বলছে রিপোর্ট

পৃথিবী জুড়েই ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা প্রবলভাবে বেড়েছে।

Indians are more likely to believe fake news

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 22, 2025 12:49 pm
  • Updated:May 22, 2025 12:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো খবরে সহজেই প্রভাবিত হন ভারতীয়রা। এমনই বলছে রিপোর্ট। প্যারিসের একটি সমীক্ষা সংস্থার ওই রিপোর্ট থেকেই ভারতীয়দের জন্য যথেষ্ট নেতিবাচক ভাবনার এই তথ্যটি উঠে এসেছে। 

Advertisement

যদিও সমীক্ষা করার জন্য যে ক্ষেত্রটি বেছে নেওয়া হয়েছে তা কিন্তু নিছক ছোট নয়। ভারত, ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্সের প্রায় ৮৮০০ নমুনার উপর করা হয়েছে এই সমীক্ষা যার ফল বলছে ভুল তথ্য এবং ভুল খবরে সহজেই বিশ্বাস করে ফেলেন ভারতীয়রা। ইপসোস গ্রুপের তরফে করা এই সমীক্ষার বিষয়ে জানানো হয়েছে, কোনও একটি খবর পেশ করলে তার সত্যাসত্য বিষয়ে বোঝার ধারণা ভারতীয়দের ক্ষেত্রে অনেকটাই কম। তাঁরা ভুল খবর এবং ঠিক খবরের মধ্যে বিভাজন করতে পারেন না।

অনেকেই আবার কোনও খবরের শিরোনাম থেকেই সেটিকে বুঝে নেওয়ার চেষ্টা করেন। উলটো দিকে, আমেরিকা এবং ব্রিটেনের মানুষদের মধ্যে ঠিক ও ভুল খবর বা তথ্য বুঝতে পারার ক্ষমতা অনেকটা বেশি। ডিজিটাল ক্ষেত্রের সারা বিশ্বে রমরমা বেড়ে যাওয়ায় সারা পৃথিবী জুড়েই ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা প্রবলভাবে বেড়েছে। খবরকে রসালো করতে যেসব ভুয়ো খবর ছড়ানো হয় তাতে সহজেই প্রভাবিত হন ভারতীয়রা-বলছে রিপোর্ট। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ