Advertisement
Advertisement

ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের

যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত, দাবি সেনাবাহিনীর৷

Iran defies US warning, deploys missile during war game
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 9:45 am
  • Updated:February 4, 2017 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ইরান৷ সূত্রের খবর, শনিবার রেভোলিউশনারি গার্ড বাহিনীর একটি মহড়ায় ব্যালিস্টিক মিসাইল ছুঁড়বে ইরান৷

Advertisement

(ট্রাম্পকে ‘খুন’ করতে চান ১২ হাজারেরও বেশি মানুষ)

ওয়াকিবহাল মহলের দাবি, ওয়াশিংটনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান দেখাতে চায়, কোনও বিদেশি শক্তির কাছে তারা মাথা নত করবে না৷ পাশাপাশি, ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটে এও দাবি করা হয়েছে, কোনও বিদেশি হুমকির মুখে পড়ে ইরান পিছিয়ে আসবে না৷ প্রয়োজনে যুদ্ধেও জড়াতে সম্পূর্ণ প্রস্তুত৷ এদিন সেনাবাহিনীর মহড়ায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল ও রেডার সিস্টেম, সাইবার যুদ্ধের বিভিন্ন প্রস্তুতি প্রদর্শিত হবে৷ ৭৫ কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র এদিনের মহরায় নিক্ষেপ করা হবে৷

(দক্ষিণ চিন সাগরে চরমে লালফৌজের যুদ্ধ প্রস্তুতি)

সৌদি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব দিতেও প্রস্তুত তেহরান৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর লাগু কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করতেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাল্টা আমেরিকাকেই কড়া বার্তা দিতে চলেছে ইরান৷ মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ইরানকে ‘জঙ্গিদের মদতদাতা’ বলে উল্লেখ করেছেন৷ যদিও এখনই মধ্য-প্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছেন না ট্রাম্প৷ পাল্টা ইরানও হুমকি দিয়ে রেখেছে, আমেরিকা ও মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে তারাও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে৷

(পাকিস্তানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement