Advertisement
Advertisement
Iran Hangs Spies

মোসাদের চর! ‘সংঘর্ষবিরতি’র মধ্যেই দেশদ্রোহিতার অভিযোগে ৩ ব্যক্তিকে ফাঁসিতে ঝোলাল ইরান

সন্দেহভাজন আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Iran hangs 3 'Israeli spies' and arrests 700 others day after USA brokered ceasefire
Published by: Kishore Ghosh
  • Posted:June 25, 2025 1:04 pm
  • Updated:June 25, 2025 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার একসঙ্গে তিন ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। মধ্যপ্রাচ্যর দেশটির বিচার বিভাগীয় সংবাদ পরিবেশক ‘মিজান নিউজ’ এই খবর জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে ১২ দিনের ধুন্ধুমার যুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতির প্রস্তাবে বুধবার সম্মতি জানায় তেহরান। পরদিনই মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতুল্লা আলি খামেনেইয়ের দেশ।

মিজান নিউজের তরফে জানানো হয়েছে, ফাঁসির সাজাপ্রাপ্ত তিন ব্যক্তির বিরুদ্ধে মোসাদের গুপ্তচরবৃত্তি ছাড়াও পাচার এবং অজ্ঞতাপরিচয় এক ব্যক্তিকে খুনের অভিযোগও রয়েছে। এছাড়াও ইজরায়েলের সঙ্গে গোপন আঁতাত রাখার অভিযোগে সন্দেহভাজন আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ জুন ইরানে হামলার পর ইজরায়েলের তরফে জানানো হয়েছিল, মোসাদের নিখুঁত পরিকল্পনায় সফলভাবে হামলা চালাতে সক্ষম হয় তারা। এরপরই সামনে আসে ইরানের সেনাবাহিনীর মধ্যেও লুকিয়ে রয়েছে মোসাদের গুপ্তচর। এই গুপ্তচরদের পাকড়াও করতে জোরকদমে অভিযান শুরু করে ইরান। গোটা দেশজুড়ে চলছে তল্লাশি। সন্দেহভাজন ২৮ জন গ্রেপ্তার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া সকলেই মোসাদের গুপ্তচর।

উল্লেখ্য, ইরান-ইজরায়েলের গত ১২ দিনের যুদ্ধ তুঙ্গে পৌঁছায় রবিবার ভোররাতে ইরানের তিনি পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পর। পালটা সিরিয়া, কাতার ও ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরই মঙ্গলবার ভোররাতে সংঘর্ষবিরতি ঘোষণা করেন ট্রাম্প। যদিও প্রাথমিক ভাবে তেহরান সংঘর্ষবিরতি মানেনি বলে অভিযোগ করে ইজরায়েল। পালটা ইজরায়েল হামলা চালায়। দিনের শেষে এই নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়কদের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরপর অবশ্য নতুন করে হামলা কিংবা পালটা হামলার খবর মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement