Advertisement
Advertisement
Benjamin Netanyahu

‘ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র করছিল ইরান, নিশানায় ছিলাম আমিও’, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর

পরমাণু অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে ট্রাম্পের জুনিয়র পার্টনার বলে দাবি নেতানিয়াহুর।

Iran planing to kill Donald Trump says Benjamin Netanyahu
Published by: Amit Kumar Das
  • Posted:June 16, 2025 12:06 pm
  • Updated:June 16, 2025 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের সঙ্গে সংঘর্ষের মাঝেই এবার বিস্ফোরক দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। জানালেন, ইরানের শত্রু তালিকায় সবার উপরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী তাঁকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করছিল ইরানের গুপ্তচররা। এই তালিকায় নিজের নামও ছিল বলে দাবি নেতানিয়াহুর।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইরান ট্রাম্পকে হত্যা করতে চায়। কারণ উনি শক্তিশালী নেতা। অন্যদের মতো দুর্বল শর্ত নিয়ে কোনও দর কষাকষির পথে হাঁটেননি। উনি (ট্রাম্প) স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখা যাবে না। অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানো যাবে না। পুরনো চুক্তি উনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। কাসেম সুলেমানিকে হত্যা করেছেন। যার জেরে ইরানের শত্রু তালিকায় সবার উপরে চলে এসেছেন ট্রাম্প।” একইসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরানের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ট্রাম্পের জুনিয়র পার্টনার। যার জেরে তাঁকেও খুনের ষড়যন্ত্র করছিল ইরান।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও ৯ পারমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলের অপারেশন ‘রাইজিং লায়ন’-এর পালটা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করেছে ইরান। দুই তরফের এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের পর সোমবার পর্যন্ত টানা একের অপরের উদ্দেশে বেলাগাম ড্রোন ও মিসাইল ছুড়েছে দুই দেশ।

ইরানের মাটিতে কেন হামলা চালানো হয়েছে আগেই তার ব্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, “এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। ইজরায়েলের প্রতিটি নাগরিকের কাছে এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট। ভেনে দেখুন, ইরানের কাছে যদি ইজরায়েলের শহর ধ্বংস করার জন্য পরমাণু বোমা থাকত তাহলে কী হত? যদি ইরানের কাছে এমন ২০ হাজার মিসাইল থাকে তাহলে তা গোটা ইজরায়েলের জন্য অস্তিত্বের সংকট। এই মহাপ্রলয় থেকে বাঁচতেই যুদ্ধ শুরু করেছি। এবং সর্বশক্তি দিয়ে লড়ব। আমাদের সেনা, আমাদের পাইলট ইরানের আকাশে লড়াই চালাচ্ছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ