ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন তখন বড়সড় হামলা করতে পারে ইরান (Iran)। এই ভয়েই ত্রস্ত ইজরায়েল (Israel)। সেদেশের একটা বড় অংশে বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস পরিষেবা। জোরদার করা হয়েছে আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহেই সিরিয়ায় (Syria) ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। যাঁদের মধ্যে ছিলেন দুজন সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ দেখছে ইরান। যে কোনও সময় তারা হামলা চালাতে পারে। ‘সিঁদুরে মেঘ’ দেখছে তেল আভিভ।
জানা যাচ্ছে, কেবল জিপিএস পরিষেবা বন্ধ করাই নয়, বাতিল করে দেওয়া হয়েছে সেনা জওয়ানদের ছুটিও। তবে শুক্রবারের আগে ইরান হামলা করবে না বলেই ধারণা। কেননা, আজ, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। তবে এর পরই ইজরায়েল আক্রান্ত হতে পারে। তাই সতর্ক নেতানিয়াহুর সেনা। একে তো গাজা ভূখণ্ডে হামাসের সংঘর্ষে তারা ইতিমধ্যেই ব্যতিব্যস্ত। এর মধ্যেই নয়া ‘বিপদ’ ইরান।
তবে শেষপর্যন্ত ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা করবে কিনা সেটাই দেখার। কেননা ইরানের মদতপুষ্ট লেবাননের (Lebanon) হেজবোল্লা জঙ্গি গোষ্ঠী হামলা চালালেও এখনও কিন্তু ইরান নিজেদের ইজরায়েলের সঙ্গে প্রত্যক্ষ সংঘাত থেকে দূরেই সরিয়ে রেখেছে। বৃহস্পতিবার থেকে ইজরায়েলের মধ্যাঞ্চলে আচমকাই ব্যাহত হতে থাকে জিপিএস পরিষেবা। জানা যায়, প্রতিরক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.