ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইয়েমেন আক্রমণ করল ইজরায়েল। এবার ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ভোরে হাউথি নিয়ন্ত্রিত হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্র। ইজরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের উপর হাউথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে।
ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, রাজধানী সানার কাছে হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে এই হামলা চালিয়েছে নৌবাহিনী। শনিবার হাউথি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে যে ইজরায়েলি ‘আগ্রাসনে’ হায়জাজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকেই আগুন লাগে, যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ইয়েমেনের উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জরুরি পরিষেবার কর্মীরা বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা দু’টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গিয়েছে।
ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, এই বিদ্যুৎকেন্দ্র হাউথি যোদ্ধারাই ব্যবহার করছিল। কিন্তু তারা এই অসামরিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত করার স্বপক্ষে প্রমাণ দেয়নি এখনও। রবিবার ইজরায়েলি সংবাদমাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হাউথিদের বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনও এর আগে ইয়েমেনে হাউথিদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ৬ মে, ২০২৫ সালে আমেরিকা ও হাউথিদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। যুযুধান দুপক্ষই হামলা বন্ধ করার কথা ঘোষণা করে। তবে হাউথিরা সাফ জানায়, ইজরায়েলের ক্ষেত্রে এই চুক্তি লাগু হবে না। অর্থাৎ লোহিত সাগরে তেল আভিভের জাহাজগুলি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির নিশানায় থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.