Advertisement
Advertisement

Breaking News

Israel Syria

ইরানের পর এবার নিশানায় সিরিয়া, ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সেনাঘাঁটি-প্রেসিডেন্ট প্যালেস

আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত অন্তত ১৮ জন।

Israel attacks various locations in Syria
Published by: Anwesha Adhikary
  • Posted:July 16, 2025 8:11 pm
  • Updated:July 16, 2025 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের পর এবার সিরিয়ায় আক্রমণ শানাল ইজরায়েল। জানা গিয়েছে, দামাসকাসে সেনা হেড কোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তেল আভিভের তরফ থেকে জানানো হয়, সিরিয়ার দক্ষিণে দ্রুজদের বিরুদ্ধে সেদেশের প্রশাসন যা পদক্ষেপ করছে সেদিকে নজর রাখছে ইজরায়েলি সেনা। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই অপারেশন চালানো হয়েছে।

Advertisement

গত কয়েকদিন ধরেই সিরিয়ার দক্ষিণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় দ্রুজদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে সিরিয়ার সেনা। উল্লেখ্য, প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বর্তমানে সিরিয়ার মসনদে সুন্নি ইসলামপন্থী নেতৃত্ব। তাদের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে সংখ্যালঘু দ্রুজরা। এহেন পরিস্থিতিতে দ্রুজদের পাশে থাকার বার্তা দিয়েছে ইজরায়েল।

ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাতজ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, এবার সিরিয়ার সুয়েডিয়ায় শক্তি প্রয়োগ করবে ইজরায়েলি সেনা। সিরিয়ায় থাকা দ্রুজদের রক্ষা করবে ইজরায়েল। তিনি আরও জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে প্রতিজ্ঞা করেছেন যেন দ্রুজদের রক্ষা করা যায়।গত তিনদিন ধরেই সিরিয়ায় নানাভাবে আক্রমণ করেছে ইজরায়েল।

তবে বুধবার ইজরায়েলি ডিফেন্স ফোর্স বড়সড় আঘাত হানে দামাসকাসে। জানা গিয়েছে, দামাসকাসের সেনাঘাঁটির দরজা গুঁড়িয়ে গিয়েছে ইজরায়েলি হানায়। সিরিয়ার জাতীয় মিডিয়ার দপ্তরেও হামলা হয়, তার জেরে সম্প্রচার ছেড়ে পালিয়ে যান সঞ্চালিকা। প্রেসিডেন্টের বাসভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল আছড়ে পড়ার ভিডিও ধরা পড়েছে সংবাদসংস্থা আল জাজিরার ক্যামেরায়। আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত অন্তত ১৮ জন। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রেখে পালটা দেওয়ার জন্য প্রস্তুত তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement