সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই হাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেন। এবার প্রত্যাঘাত করল তেল আভিভ। বুধবার ইয়েমেনের রাজধানী সানাতে ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। আমেরিকার উদ্যোগে হাউথি ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি আগেই ভেঙেছে। তেল আভিভের এই নতুন হামলার জেরে সংঘর্ষের আগুন আরও তীব্র হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বুধবার রাজধানী সানার পাশাপাশি আল-জাওফেও গোলাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ১৩১। ইজরায়েলের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং হাসপাতাল। হাউথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “ইজরায়েলের এই হামলার প্রতিরোধ করেছে হাউথিরা। তাদের বিমান লক্ষ্য করে বেশ কয়েকটি সারফেস-টু-এয়ার মিসাইল ছোড়া হয়েছে। তারপর তড়িঘড়ি সেগুলি ফিরে যায়।”
প্রসঙ্গত, হাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে রবিবার ইজরায়েলে ড্রোন হামলা চালায় ইয়েমেন। ৩টি ড্রোনকে গুলি করে নামায় ইজরায়েলি সেনা। ইয়েমেনের সেই হামলার পালটা দিল এবার তেল আভিভ। উল্লেখ্য, ৬ মে, ২০২৫ সালে আমেরিকা ও হাউথিদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। যুযুধান দুপক্ষই হামলা বন্ধ করার কথা ঘোষণা করে। তবে হাউথিরা সাফ জানায়, ইজরায়েলের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে না। অর্থাৎ লোহিত সাগরে তেল আভিভের জাহাজগুলি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির নিশানায় থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.