Advertisement
Advertisement
Benjamin Netanyahu

‘ইজরায়েলকে আটকানো যাবে না’, প্যালেস্টাইনকে রাষ্ট্র ঘোষণায় পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

আর কী বললেন তিনি?

Israel cannot be stopped, Benjamin Netanyahu warns Western countries over Palestine statehood declaration
Published by: Subhodeep Mullick
  • Posted:September 25, 2025 12:29 pm
  • Updated:September 25, 2025 12:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, একই পথে হেঁটে ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলিও প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলির প্রতি ফের তোপ দাগলেন ইজরায়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেন, “এভাবে ইজরায়েলকে আটকানো যাবে না।”

Advertisement

বুধবার নেতানিয়াহু বলেন, “বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। কিন্তু ইজরায়েলকে কোনওভাবেই আটকানো যাবে না।” এরপরই নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বার্তা দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে লেখা হয়, “প্যালেস্টাইন রাষ্ট্র কোনওদিনই গঠিত হবে না।” বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই ফুঁসে উঠেছিলেন নেতানিয়াহু। ব্রিটেন, কানাডার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদীদের হাতে পুরস্কার তুলে দেওয়া বলেও আখ্য়া দিয়েছিলেন তিনি।

ইজরায়েল-হামাস সংঘর্ষ কার্যত একতরফা। এখনও হামাসের কাছে কিছু ইজরায়েলি পণবন্দি থাকলেও গাজার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার ধ্বংসযজ্ঞের কাছে তা নিতান্ত সামান্য ঘটনা। একটি পরিসংখ্যান বলা হচ্ছে, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকে। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত-সহ ১৪৫টি দেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ