Advertisement
Advertisement
Hezbollah

ইরানের সঙ্গে সংঘাতের মাঝে লেবাননেও আগুন ঝরাচ্ছে ইজরায়েল, খতম শীর্ষ কমান্ডার

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ইজরায়েল-লেবানন সীমান্তও।

Israel Hit Hezbollah In Lebanon Amid Iran Conflict
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 21, 2025 10:21 am
  • Updated:June 21, 2025 11:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। পালটা মার দিচ্ছে তেহরানও। দু’দেশের এই সংঘাতে মৃত্যু বাড়ছে মধ্যপ্রাচ্যে। এর মাঝেই ফের একবার লেবাননে আঘাত হানল ইজরায়েলি সেনা। ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে চলেছে হামলা। নিকেশ হয়েছে হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার মহম্মদ খাদর আল-হুসেইনি। ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠীটি। তাই তাদের কোমর ভাঙতে এই হামলা বলে জানিয়েছে তেল আভিভ।

Advertisement

২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ইজরায়েল-লেবানন সীমান্তও। গত বছরের ১৭ ও ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রায় হাজার খানেক পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। হাতে বা পকেটে থাকা পেজার দুমদাম ফাটতে শুরু করে। একদিনের মাথায় ওয়াকি-টকি, টেলিফোন- সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইসেও বিস্ফোরণ ঘটতে থাকে। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লার সদস্যদের পাশাপাশি প্রাণ যায় সাধারণ মানুষেরও। শুধু তাই নয়, ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি সেনার অভিযানে নিহত হন জঙ্গি সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লা। কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরসূরি হাশেম সাফেদ্দিনকেও খতম করে আইডিএফ। বহু রক্ত ঝরার পর অবশেষে গত নভেম্বরে যুদ্ধবিরতি হয় হেজবোল্লা ও ইজরায়েল।

কিন্তু ওই যুদ্ধবিরতি নামেই। দু’পক্ষের মধ্যে অনেকদিন ধরেই উত্তেজনার পারদ চড়েছে। যা ইরান-ইজরায়েল সংঘাত আবহে আরও বাড়ল। জানা গিয়েছে, গতকাল শুক্রবার লেবাননের উত্তর সীমান্তে হামলা চালায় আইডিএফ। নিকশ হয় হেজবোল্লা কমান্ডার হুসেইনি। তেল আভিভের অভিযোগ,ইজরায়েলের বহু শহরে এই হুসেইনির নির্দেশে হামলা হয়েছে। আইডিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের নিরাপত্তায় কোনও হুমকি এলে এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। 

এদিকে, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্টজ বলেন, “হেজবোল্লার বর্তমান সেক্রেটারি জেনারেল শেখ নইম কাশেম ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এমনকী ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিল। এই হেজবোল্লা নেতা তার পূর্বসুরিদের কাছ থেকে শিক্ষা নেয়নি এখনও। গত বছর ওদের মাথা হাসান নাসরাল্লাকে আমরা নিকেশ করেছিলাম। সন্ত্রাসবাদ বা হেজবোল্লা কেউই থাকবে না।” ফলে গাজা, ইরান, লেবানন সব মিলিয়ে একাধিক ফ্রন্টে লড়াই করছে ইহুদি সেনা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ