Advertisement
Advertisement
Israel

২০২৫-এ হয়নি, ২০২৬-এর প্রস্তুতি শুরু! নোবেলের শান্তি পুরস্কারে ট্রাম্পকে সমর্থন ইজরায়েলের

নেসেটের স্পিকারের দাবি, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার জন্য তিনি সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য।

Israel knesset announce support for trump to get nobel peace prize
Published by: Anustup Roy Barman
  • Posted:October 13, 2025 4:51 pm
  • Updated:October 13, 2025 4:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ‘শান্তির প্রেসিডেন্ট’। সোমবার ইজরায়েলের সংসদ জানিয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁরা ট্রাম্পকে সমর্থন করবে। সোমবার ইজরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছেন, সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান জানানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

Advertisement

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা। যুদ্ধবিরতির জন্যই হামাসের হাতে বন্দী ইজরায়েলিদের মুক্তি সম্ভব হয়েছে। নেসেটে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির রাষ্ট্রপতি। এই গ্রহে এমন একজনও ব্যক্তি নেই যিনি শান্তির জন্য আপনার থেকে বেশি চেষ্টা করেছেন।”

স্পিকারের দাবি, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার জন্য তিনি সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য। ওহানা বলেন, “আমি ঘোষণা করছি আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার প্রার্থীপদ সমর্থন করব।” তিনি আরও বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন সংসদের স্পিকার এবং প্রেসিডেন্টদের ট্রাম্পের সমর্থনে একত্রিত করবে ইজরায়েল।

সোমবার ইজরায়েল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগেই প্রেসিডেন্ট হেরজোগ জানিয়েছেন, গাজা থেকে বন্দিমুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্য ট্রাম্পকে ‘ইজরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার’ দেওয়া হবে। হেরজোগের অফিসের তরফে জানানো হয়েছে, ‘ট্রাম্প অক্লান্ত পরিশ্রম করে আমাদের পরিবারকে ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। পাশাপাশি, মধ্য প্রাচ্যে এক নতুন যুগের সূচনা করেছেন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ