Advertisement
Advertisement
Israel

ইয়েমেনে প্রত্যাঘাত! হাউথি ঘাঁটি-সহ একাধিক বন্দরে গোলাবর্ষণ ইজরায়েলের

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য।

Israel launches airstrikes targeting Yemen's Houthi rebels, retaliated with missile attacks
Published by: Subhodeep Mullick
  • Posted:July 7, 2025 9:23 pm
  • Updated:July 7, 2025 11:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে ইয়েমেনে প্রত্যাঘাত ইজরায়েলের। হাউথি ঘাঁটি-সহ দেশের একাধিক বন্দরে বিমান হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি হামলার পালটা জবাব দিয়েছে ইয়েমেনের জঙ্গি সংগঠন হাউথিরাও। ইহুদি দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। তবে তাতে ইজরায়েলের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার ইজরায়েলে মিসাইল হামলা চালায় হাউথিরা। যদিও সেটিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এমনটাই জানিয়েছিল ইজরায়েলি সেনা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ হুঙ্কার দিয়ে বলেছিলেন, “আবার হামলা চালালে হাউথিদের চরম পরিণতি ভোগ করতে হবে। ইয়েমেনের অবস্থাও ইরানের মতো করে ছাড়ব আমরা।” তারপর থেকেই জল্পনা চলছিল যে কোনও সময় ইয়েমেনে প্রত্যাঘাত করতে পারে তেল আভিভ। আশঙ্কা সত্যি করে অবশেষে ইয়েমেনে হাউথি ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল। পাশাপাশি, হামলা চালানো হয়েছে কয়েকটি বন্দরেও।

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, ইয়েমেনের হোদেইদা, রাস ইসা এবং সালিফ বন্দরে হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমান। বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তেল আভিভ। ইজরায়েলের অভিযোগ, রবিবার ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজে হামলা চালায় ইরানের মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন। পাশাপাশি, ইজরায়েলের দিকেও নাকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তারপরই তেল আভিভের তরফে ইয়েমেনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এমনকী ওই তিনটি বন্দর এলাকা থেকে সাধারণ নাগরিকদের সরানোরও নির্দেশ দিয়েছিল ইজরায়েল। রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। পরিকল্পনা মাফিক রবিবার মধ্যরাতে ওই তিনটি বন্দরে হামলা চালাল ইজরায়েল।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement