সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকল ইজরায়েল। এবার রক্তাক্ত হল রাজধানী জেরুজালেম। জঙ্গিদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহতের সংখ্যা ১৫। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গিয়েছে। তবে এর নেপথ্যে হামাস নাকি অন্য কোনও জঙ্গি সংগঠন রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ব জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনের কাছে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাসের ৬ যাত্রী। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এরপরই আতঙ্কে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশন অন্যতম ব্যস্ত একটি এলাকা। তাই ইচ্ছাকৃতভাবেই জঙ্গিরা সেই জায়গাটি বেছে নিয়েছিল বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু এর নেপথ্য়ে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, ভয়াবহ এই জঙ্গি হামলায় হামাসেরই হাত থাকতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শুরু হয় ইজরায়েল ও হামাস সংঘাত। তারপর থেকেই উত্তপ্ত হতে শুরু করে মধ্যপ্রাচ্য। এর আগেও বেশ কয়েকবার জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ইজরায়েল। সেগুলির নেপথ্যে ছিল হামাস। এই পরিস্থিতিতে জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল ইহুদি দেশটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.