সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে তুলোধোনা ইজরায়েলের। হামাস ইস্যুতে পাকিস্তানের দু’মুখো নীতিকে একহাত নিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেন, “এই সত্য কখনও বদলাবে না যে আল-কায়দার মাথা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে জায়গা দেওয়া হয়েছিল। এবং সেখানেই তার মৃত্যু হয়।”
সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদআর বৈঠকে ইজরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখানেই হামাস নেতাদের হত্যা করতে কাতারের দোহায় ইজরায়েলের হামলার তীব্র সমালোচনা করে পাকিস্তান। পাক রাষ্ট্রদূত আহমেদ বলেন, কোনওরকম উসকানি ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে দোহায় হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলাকে আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, গাজার মাটিতেও ইজরায়েলের ভয়ংকর সামরিক কার্যকলাপের সমালোচনা করেন। সিরিয়া, লেবানন, ইরান ও ইয়েমেনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান।
তাৎপর্যপূর্ণভাবে এই বসেছিল এমন দিনে যেদিন ৯/১১ হামলার ২৪ তম বর্ষপূর্তি। সেই প্রসঙ্গ তুলে পাকিস্তানকে নিশানা করেন ইজরায়েলের রাষ্ট্রদূত। বলেন, ৯/১১ হামলা ও ৭ অক্টোবরের হামলার মধ্যে কোনও পার্থক্য নেই। দুই ক্ষেত্রেই নৃশংস হত্যালীলা চলেছিল। সেই সময় রাষ্ট্রসংঘে একটি প্রস্তাব পাশ হয় যেখানে বলা হয়, কোনও দেশ সন্ত্রাসবাদীকে জায়গা দিতে পারবে না। সন্ত্রাসীদের নিরাপত্তা ও অর্থের যোগান দেওয়া যাবে না। যদি তা করা হয় তবে তা হবে রাষ্ট্রসংঘের নিয়ম লঙ্ঘন। এরপরই পাকিস্তানকে জবাব দিয়ে ইজরায়েলের তোপ, “এই সত্য মোছা যাবে না যে লাদেনের মৃত্যু পাকিস্তানে হয়েছিল। ওদের মাটিতেই লাদেনকে ঠাঁই দেওয়া হয়েছিল।” এরসঙ্গেই যোগ করেন, “যখন লাদেনকে পাকিস্তানে মারা হল তখন কেউ প্রশ্ন তোলেনি কেন বিদেশের মাটিতে সন্ত্রাসবাদীকে নিশানা করা হল? প্রশ্ন এটা ছিল যে সন্ত্রাসবাদীকে দেশের মাটিতে কেন জায়গা দেওয়া হল? লাদেনের জন্য যেমন কোনও ছাড় ছিল না, ঠিক তেমনই হামাসকেও কোনওভাবে রেয়াত করা হবে না।”
উল্লেখ্য, রাষ্ট্রসংঘে এই আলোচনার পর প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছে ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে সব মিলিয়ে ১৪২টি দেশ প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে সায় দিয়েছে। যার মধ্যে ভারত অন্যতম। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। ভোটদান থেকে বিরত থাকে আরও ১২টি দেশ। ইজরায়েল বন্ধু দেশ হলেও শুরু থেকে ইজরায়েল ও প্যালেস্টাইন দ্বিরাষ্ট্র নীতির সমর্থক ভারত। সেই নীতি মেনেই প্যালেস্টাইনের পক্ষে এদিন ভোট দেয় নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.