Advertisement
Advertisement
Benjamin Netanyahu

খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ নেতানিয়াহু, খুনের ছক ইজরায়েলের প্রধানমন্ত্রীকে?

বেশ কিছু বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন নেতানিয়াহু।

Israeli PM Benjamin Netanyahu falls ill with food poisoning, to work from home for three days
Published by: Subhodeep Mullick
  • Posted:July 21, 2025 4:40 pm
  • Updated:July 21, 2025 4:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার তাঁর দপ্তর থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপাতত তিনদিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানা গিয়েছে। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীকে কি কেউ তাহলে খুনের ছক করেছে? সূত্রের খবর, গাজা এবং ইরানে ইজরায়েলের হত্যালীলা চালানোর পর অনেকই সহ্য করতে পারছেন না নেতানিয়াহুকে। তাই এই পরিস্থিতিতে কোনও কিছুই যে অসম্ভব নয়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

নেতানিয়াহুর দপ্তরের তরফে জানানো হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে ৭৫ বছর বয়সি নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ হয়েছে। শুধু তাই নয়, শরীরে জলের অভাবে ডিহাইড্রেশনেরও শিকার হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বর্তমানে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ মতো আগামী তিনদিন তিনি বাড়ি থেকে কাজ করবেন। তবে আগের থেকে তিনি এখনও অনেকটাই ভালো আছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন নেতানিয়াহু। ২০২৩ সালে তাঁর পেসমেকার বসে। এরপর গত বছর ডিসেম্বরে তাঁর প্রস্টেটে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় তিনি বেশ কিছুদিন কাজ করতে পারেননি। তখন ইজরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন ন্যায়বিচার দপ্তরের মন্ত্রী ইয়ারিভ লেভিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ