Advertisement
Advertisement
Donald Trump

‘আমাকে নোবেল না দিলে তা আমেরিকার অপমান’, ফুঁসে উঠলেন ‘অভিমানী’ ট্রাম্প

আর কী বললেন ট্রাম্প?

It would be an insult to America if I wasn't given the Nobel Prize, says Donald Trump
Published by: Subhodeep Mullick
  • Posted:October 2, 2025 7:18 pm
  • Updated:October 2, 2025 7:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেল নিয়ে ফের নিজের অভিমান প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, “আমাকে নোবেল না দিলে, তা আমেরিকার অপমান।” পাশাপাশি, নোবেল কমিটিকে তোপ দেগে তাঁর বক্তব্য, “ওরা এমন কাউকে নোবেল দেবে, যারা কিছুই করেনি।” এরপরই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বে চলতে থাকা একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এখনও পর্যন্ত আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। গাজা যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই ২০ দফার একটি প্রস্তাব পেশ করেছি। যদি ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ হয়, তাহলে তা আট নম্বর হবে। এরকম কাজ আগে কেউ করেননি। কিন্তু তা-ও আমাকে ওরা নোবেল দেবে না। ওরা এমন কাউকে দেবে, যিনি জীবনে কিছুই করেননি।” তিনি আরও বলেন, “নোবেল দেওয়া না হলে, তা গোটা আমেরিকাকে অপমান করা হবে। আমি পুরস্কার নিজের জন্য চাইছি না। দেশের জন্য চাইছি। নোবেল এমন কাউকে দেওয়া হয়, যিনি সমাজে বড় কোনও কাজ করেছেন।”

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট আগেও বারবার নিজেকে তুলে ধরেছেন। পূর্বসূরী বারাক ওবামার উদাহরণ টেনে জানিয়েছেন, তিনি অল্প সময়ের মধ্যে এই পুরস্কার পেয়েছেন। নিজের দাবির সপক্ষে তাঁর যুক্তি, ক্ষমতায় আসার পর ৭টি যুদ্ধ থামিয়েছেন। হামাস-ইজরায়েল যুদ্ধ থামাতেও প্রস্তুত তিনি। এহেন পরিস্থিতির মাঝে সম্প্রতি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন বলেন, “এটা সত্যি যে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা চলছে। তবে এটাও সত্য যে সংবাদমাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই। আমাদের উপর কোনও চাপ নেই। বাইরের কোনও চাপ আমাদের প্রভাবিত করতে পারে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ