সংবাদ প্রতিদিন ডিজিটাক ডেস্ক: অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের আঁতুড়ঘর। পাকিস্তানের বাহবালপুরে অবস্থিত জইশের সেই হেড কোয়ার্টার ফের খাড়া করতে বাটি হাতে পথে নামল আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজাহার। সন্ত্রাসের মদতদাতাদের সাহয্য পেতে অনলাইনে ভিক্ষা চাইল জইশ।
সম্প্রতি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের তরফে এই সংক্রান্ত একটি পোস্ট নজরে এসেছে। যেখানে লেখা হয়েছে বাহবালপুরে ‘সুভান আল্লাহ’ মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। সকলের কাছে আবেদন এই পুণ্য কাজে সবাই যেন এগিয়ে আসে ও আর্থিকভাবে সাহায্য করে। পোস্টে আরও লেখা হয়েছে, কে বা কারা এই অর্থ সাহায্য করেছে তা যে প্রকাশ্যে না আনা হয়। উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন এই ‘সুভান আল্লাহ’ মসজিদেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যার জেরে মৃত্যু হয় অসংখ্য জঙ্গির।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসের ভিত ফের খাড়া করতে সোশাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে জইশ প্রধান মাসুদ আজাহারের তরফেও। ভিক্ষার টাকা পেতে তার বার্তা, এই উদ্যোগের ফলে পৃথিবীর বহু জায়গা জান্নাতের রূপ নেবে। নষ্ট হয়ে যাওয়া মসজিদগুলি আবারও হাসবে, ফিরে আসবে অতীতের জাঁকজমক। শুধু তাই নয় পোস্টে আরও বলা হয়েছে, জেহাদের জন্য যারা আকুল হয়ে রয়েছে তাদের জন্য নতুন পথ খুলে যাবে। জানা যাচ্ছে, মাসুদ আজাহারের এই ভিক্ষাবৃত্তি শুরু হয়েছে বুধবার থেকেই।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর পালটা ৬ ও ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। মাত্র ২২ মিনিটের এই অপারেশনে জইশ, লস্কর ও হিজবুল মুজাহিদিনের একের পর এক আঁতুড়ঘর ভস্মীভূত হয়। এই তালিকাতেই ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহবালপুরে সুভান আল্লাহ মসজিদ যা জইশের হেড কোয়ার্টার নামে পরিচিত। ১৫ একর জায়গায় অবস্থিত এই সন্ত্রাসের ঘাঁটি থেকেই পহেলগাঁও হামলার নীল নকশা তৈরি হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.