Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানে ফের খতম ভারত-শত্রু! রহস্যমৃত্যু শীর্ষ জইশ কমান্ডারের

ভারতবিরোধী ভাষণ দিতে দেখা যেত ওই জঙ্গিকে।

Jaish Commander found dead in Pakistan
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2025 2:01 pm
  • Updated:June 3, 2025 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে মৃত্যু হল এক জঙ্গি নেতার। শীর্ষ জইশ কমান্ডার আবদুল আজিজ এসারের রহস্যময় মৃত্যু পাকিস্তানে। সেদেশের পাঞ্জাব প্রদেশে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ভারতবিরোধী বক্তব্য পেশের জন্য কুখ্যাত ছিল আজিজ। জইশের সদর দপ্তর বহাবলপুর। সেখানেই এভাবে তার মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, গত মাসেই এক জনসভায় ভারতবিরোধী গরল উগরে দিতে দেখা গিয়েছিল আবদুলকে। সেখানে তার দাবি ছিল, ভারতের হালও সোভিয়েত ইউনিয়নের মতো হতে চলেছে। সেই জইশ কমান্ডারের রহস্যমৃত্যুই এবার শিরোনামে। মঙ্গলবার ভোরবেলা তার দেহ উদ্ধার হয়েছে। ঠিক কারা এই হত্যার নেপথ্যে তা এখনও জানা যায়নি। তবে জইশের ‘গুপ্ত’ সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উড়িয়ে দেওয়া হয়েছে গুলিতে মৃত্যুর গুঞ্জন। কিন্তু কীভাবে মৃত্যু তা জানানো হয়নি। জানিয়ে দেওয়া হয়েছে, বহাবলপুরেই কবরস্থ করা হয়েছে জইশ কমান্ডারকে।

জানা যাচ্ছে, বহাবলপুর, রাওয়ালপিন্ডির মতো এলাকায় নিয়মিত পাক যুবাদের ভারতবিরোধী উসকানি দিতে দেখা যেত আবদুলকে। সেই সঙ্গেই তাদের জঙ্গি হয়ে উঠতেও উৎসাহী দিত সে। এহেন আবদুলের মৃত্যুতে সেই নেটওয়ার্ক যে অনেকটা ছিন্ন হল তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে শীর্ষ জইশ কমান্ডারের খতম হওয়ার ঘটনা যে আরও একটি বড় ধাক্কা, তা বলাই যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement