প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর যে পাক জঙ্গিদের ভিতরে কতটা আতঙ্কের সঞ্চার করেছে তা ফের স্পষ্ট হল। এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, দেখা গিয়েছে জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন দ্রুত তাদের ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীর থেকে খাইবার পাখতুনখোয়ায় সরাচ্ছে। এই কৌশলগত পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত ৭ মে ভারচ অপারেশন সিঁদুর চালায়। এতেই মেরুদণ্ড ভেঙে যায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির। মনে করা হচ্ছে জইশ, হিজবুলের মতো জঙ্গি গোষ্ঠীগুলি ভয় পাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে থাকতে। তাদের মনে আতঙ্ক রয়েছে, যে ফের ভারত ওই অঞ্চলে হামলা চালাতে পারে। মনে করা হচ্ছে পাক প্রশাসনের ইঙ্গিতেই তারা ঘাঁটি সরিয়ে নিচ্ছে।
সম্প্রতি পাক পুলিশের নিরাপত্তার অধীনেই জমায়েত করেছে জইশ। পাশাপাশি জামিয়াত উলেমা-ই-ইসলামের মতো ধর্মীয়-রাজনৈতিক দলের সঙ্গেও তাদের যোগ থাকার কথা জানা গিয়েছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের আগে খাইবার পাখতুনখোয়ায় একটি জনসভা করেছিল জইশ। সেখানে তাদের ঘিরে দাঁড়িয়েছিল পুলিশ। পুলিশ কর্মীদের হাতে রীতিমতো এম৪ রাইফেল দেখা গিয়েছে।
এদিকে একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে জইশ কমান্ডার মাসুদ ইলিয়াসকে বলতে শোনা যাচ্ছে, “সেনা সদরদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিঁদুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাতে উচ্চপদস্থ পাক কমান্ডাররা উপস্থিত থাকেন।” সে আরও বলে, “শহিদদের সম্মান জানাতে জওয়ানদের সেনার পোশাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এমনকী কিছু জওয়ানকে সেখানে পাহারারও নির্দেশ দেওয়া হয়েছিল সদর দপ্তর থেকে।”
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের শেষকৃত্যের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে পাক জওয়ানদের উপস্থিতি লক্ষ করা গিয়েছিল। তারপরই বিতর্ক তৈরি হয়। ফুঁসে ওঠে ভারত। এবার খোদ জইশ কমান্ডার পরোক্ষভাবেই নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। এই পরিস্থিতিতে এবার দেখা গেল ঘাঁটি সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় আশ্রয় নিচ্ছে তারা। এক্ষেত্রেও পাক সরকারই যে তাদের সরিয়ে নিচ্ছে তাও পরিষ্কার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.