সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সফরেই পহেলগাঁও হামলার তীব্র বিরোধিতা টোকিওর। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা মোদির সঙ্গে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন সন্ত্রাসবাদের নিন্দা করে। এর মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার কথাও। সেই সঙ্গেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দল গত ২৯ জুলাই যে রিপোর্ট প্রকাশ করেছিল তার মধ্যে যে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-এর নামও ছিল তাও জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দুই রাষ্ট্রনেতাই দাবি করেছেন আল কায়দা, আইএস, লস্করের মতো জঙ্গি গোষ্ঠী ও তাদের ছায়াগোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে। বন্ধ করতে সীমান্ত পেরিয়ে ঢোকা জঙ্গিদের কার্যকলাপও।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নৃশংস এই হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। পরে ‘অপারেশন মহাদেবে’ নিকেশ করা হয় তাদের। তারও আগে, হামলার অব্যবহিত পরেই চালানো হয় ‘অপারেশন সিঁদুর’। মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিনেতাদের বাড়ি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। ১০০ শতাংশ নিশানায় সফলভাবে আঘাত হানার দাবি করে কেন্দ্র।
উল্লেখ্য, মার্কিন শুল্কযুদ্ধের আবহে মোদির এই জাপান সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দুই দেশই সম্মত হয়েছে বিবিধ ক্ষেত্রে হাতে হাত ধরে চলার। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি। মনে করা হচ্ছে, এই চুক্তির ফলে ভারত-জাপান বিশেষ কৌশলী অংশীদারিত্বের ক্ষেত্রে আরও প্রশস্ত হতে চলেছে। সেই সঙ্গেই দুই দেশ একসঙ্গে পহেলগাঁও হামলার নিন্দা করায় পাকিস্তান যে আরও অস্বস্তিতে পড়ল তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.