Advertisement
Advertisement
US President

অসুস্থ ট্রাম্প? এখন থেকেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন ডেপুটি ভ্যান্স!

'আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই', মার্কিন প্রেসিডেন্ট পদ নিয়ে জোরালো দাবি ভ্যান্সের।

JD Vance says he is ready to take over as US President
Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2025 12:33 pm
  • Updated:August 29, 2025 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের কিছু হয়ে গেলে এখনই দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে তৈরি জেডি ভ্যান্স। গত কয়েকদিন ধরেই হঠাৎ করে গুঞ্জন ছড়াচ্ছে, পুরোপুরি সুস্থ নন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দেহে কিছু সমস্যা দেখা গিয়েছে। এহেন পরিস্থিতিতেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘোষণা, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে একেবারে তৈরি। আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisement

জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী, এটাই ওঁর শেষবারের জন্য প্রেসিডেন্টের কুরসিতে বসা। কেননা দু’বারের বেশি ওই পদে থাকা যায় না। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা এখন থেকেই উঠে পড়েছে, ট্রাম্পের পর কে? যদি রিপাবলিকানরাই ফের ক্ষমতায় আসেন তাহলে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট? কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করে নির্বাচনে লড়বে রিপাবলিকানরা?

মাসখানেক আগে এই প্রশ্নের জবাবে চমকে দেন ট্রাম্পপুত্র এরিক। ৪১ বছরের ব্যবসায়ী এরিক এতকাল বাবার বাণিজ্য-সাম্রাজ্য দেখভাল করে এসেছেন। কিন্তু এবার তাঁর নজর পড়েছে হোয়াইট হাউসে। ট্রাম্পের বাকি দুই সন্তানের রাজনৈতিক পরিচয় থাকলেও নিজেকে এতদিন আড়ালেই রেখেছেন এরিক। ডোনাল্ড জুনিয়র কিংবা ইভাঙ্কা ট্রাম্পের মতো করে নয়, নিজেকে আলোকবৃত্তে না রেখেই চুপিসারে বাবার ব্যবসা দেখে এসেছেন। কিন্তু এবার তাঁর মত, “হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য কঠিন হবে না।”

ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে নিয়মানুযায়ী সবার আগে রয়েছে ভ্যান্সের নাম। কিন্তু তাঁকে টপকে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ট্রাম্পের ছেলে। এহেন পরিস্থিতিতে ঘুরিয়ে এরিককেই বার্তা দিয়ে ভ্যান্স বলেন, “ঈশ্বর না করুন, যদি কিছু ঘটে যায়, তাহলে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই দায়িত্ব নেওয়ার জন্য। গত ২০০ দিন ধরে আমি এই পদের জন্য অন জব ট্রেনিং নিয়েছি।” উল্লেখ্য, সবচেয়ে বয়স্ক হিসাবে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি বেশ অসুস্থ দেখিয়েছে তাঁকে। হাতে ফোলাও দেখা গিয়েছে। যদিও ভ্যান্সের দাবি, প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার জন্য ট্রাম্প একেবারে ফিট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement