Advertisement
Advertisement
Bilawal Bhutto

ভারতকে বিঁধতে রাষ্ট্রসংঘে বিলাওয়ালের মুসলিম কার্ড, ‘সিঁদুরে’র প্রশ্নে থামিয়ে দিলেন মুসলিম সাংবাদিকই

ঠিক কী বলেছেন বেনজির পুত্র বিলাবল ভুট্টো জারদারি?

Journalist's question wrecks Bilawal Bhutto's 'Muslims demonised' in United Nation
Published by: Kishore Ghosh
  • Posted:June 4, 2025 4:22 pm
  • Updated:June 4, 2025 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। ভারতে মুসলিমদের হেয় করা হয়, রাষ্ট্রসংঘে একথা বলেন বেনজির পুত্র পাক পিপলস পার্টির সভাপতি বিলাবল ভুট্টো জারদারি। সেই মুহূর্তে ভুট্টোর মিথ্যাচার থামালেন এক মুসলিম সাংবাদিক। এমন প্রশ্ন তোলেন যিনি, যাতে করে তাঁর মুখ চুন হয়ে যায়।

রাষ্ট্রসংঘে ইসলামাবাদের কূটনৈতিক দলের অন্যতম প্রতিনিধি ভুট্টো। বৈঠক শেষে সংবাদিক সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তিনি বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের হত্যার ঘটনার পর ভারতে মুসলমানদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হচ্ছে। ভুট্টোর বক্তব্য, পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারতে মুসলমানদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হচ্ছে। ভারত ইজরায়েলের থেকে অনুপ্রেরণা নিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নকল হওয়ার চেষ্টা করছেন। ভারত শান্তির পথে চলছে না। এরপর পালটা প্রশ্ন করেন এক বিদেশি মুসলিম সাংবাদিক। কী বলেন তিনি?

অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে কর্নেল সোফিয়া কুরেশির সাংবাদিক সম্মেলনের প্রশ্ন টানেন ওই বিদেশই মুসলিম সাংবাদিক। তিনি বলেন, কিন্তু ভারতের অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন একজন মুসলিম সেনা আধিকারিক। এরপরেই ভুট্টো কার্যত চুপ করে যান। অস্বস্তিতে মাথা নাড়তে থাকেন।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ৭ মে পাকিস্তান ও পিওকেতে জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। সেই অপারেশন সিঁদুর অভিযানের সাফল্য সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানান লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। সঙ্গে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement