Advertisement
Advertisement
Trudeau-Taylor Swift

দেশে হিংসার আগুন, টেলর সুইফ্টের কনসার্টে নাচছেন ট্রুডো! ভিডিও ঘিরে নিন্দার ঝড়

টরোন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফ্টের এই কনসার্ট ছিল।

Justin Trudeau's dancing video at Taylor Swift goes viral amid Montreal Row
Published by: Suparna Majumder
  • Posted:November 24, 2024 12:31 pm
  • Updated:November 24, 2024 12:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসার আগুনে জ্বলছে মন্ট্রিয়লের মতো শহর। তা নিয়ে যেন ভ্রুক্ষেপই নেই জাস্টিন ট্রুডোর। তিনি ব্যস্ত টেলর সুইফ্টের কনসার্ট নিয়ে। দর্শকদের মাঝে দাঁড়িয়ে দিব্যি নাচছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই অভিযোগ উঠেছে। আর তাতেই নিন্দুকরা হয়েছেন সরব।

Advertisement

Trudeau-Taylor Swift

ভার‍ত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ টালমাটাল। তা নিয়ে টানাপোড়েন তো চলছেই। এর মধ্যেই আবার মন্ট্রিয়লে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ন্যাটো-বিরোধী পদযাত্রাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্মোক-বোমাও ছুড়তে হয়েছে বলে খবর। টরন্টোতে নাকি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। হিংসার অভিযোগে একাধিক গ্রেপ্তারিও হয়েছে।

এমন পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাচের ভিডিও। শোনা গিয়েছে, শনিবার রাতে টরোন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফ্টের এই কনসার্ট ছিল। সমস্ত টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। দর্শকাসন ছিল পরিপূর্ণ। তারই মাঝে ছিলেন ট্রুডো। ডার্ক শার্ট ও জিনস পরে গিয়েছিলেন তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলে নাচছিলেন কানাডার প্রধানমন্ত্রী।

ট্রুডোর এই ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাতেই একজনের মন্তব্য, ‘এটাই বাস্তব। মন্ট্রিয়ল পুড়ছে আর জাস্টিন ট্রুডো টেলর সুইফ্টের কনসার্টে তরুণীদের ফ্রেন্ডশিপ ব্যান্ড দেওয়া-নেওয়া করছেন আর নাচছেন আনন্দে।’ কানাডার প্রধানমন্ত্রীর এই নাচকে রোমের সম্রাট নিরোর বাঁশি বাজানোর সঙ্গেও তুলনা করা হয়েছে। দেশের সমস্যার সমাধান করার বদলে তিনি কেন টেলর সুইফ্টের কনসার্টে গিয়ে নাচে মশগুল? তা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলেছেন।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ