Advertisement
Advertisement
Yemen

অবশেষে সাময়িক স্বস্তি, ইয়েমেনে পিছোল কেরলের নার্স নিমিশার মৃত্যুদণ্ড!

১৬ জুলাই ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল।

Kerala nurse Nimisha Priya's execution in Yemen postponed
Published by: Biswadip Dey
  • Posted:July 15, 2025 2:04 pm
  • Updated:July 15, 2025 2:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সাময়িক স্বস্তি। ইয়েমেনে পিছোল কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানানো হয়েছে। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। 

Advertisement

গত সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, ‘যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদেরও কূটনৈতিক পন্থা অবলম্বনের একটা সীমা রয়েছে। তার বাইরে সরকার যেতে পারে না।’ জানা যায়, কেন্দ্র সম্ভাব্য সমস্ত রকম দিক খতিয়ে দেখছে। পাশাপাশি ভারতীয় আধিকারিকরা নিয়মিত ইয়েমেনের রাজধানী সানার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি নিমিশার আত্মীয়দের সঙ্গে মধ্যস্থকারী দলও যাতে নিয়মিত আলোচনা চালাতে পারে সেই ব্য়াপারে সব রকম সাহায্য করেছে মোদি সরকার। অবশেষে সূত্রের দাবি, সফল হয়েছে আলোচনা। বুধবার ফাঁসি হচ্ছে না ভারতীয় নার্সের। বলে রাখা ভালো, সোমবারই জানা গিয়েছিল, নিমিশা প্রিয়াকে বাঁচাতে এগিয়ে এসেছেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার। ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। 

উল্লেখ্য, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশমন্ত্রক। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ