Advertisement
Advertisement
Khamenei

‘মাথা নোয়াব না’, তিন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে হুঙ্কার খামেনেইর

কাতার এবং ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

Khamenei's message after strikes on US bases
Published by: Paramita Paul
  • Posted:June 24, 2025 1:45 am
  • Updated:June 24, 2025 1:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া, কাতার, ইরাকের মার্কিন ঘাঁটিতে আগুন ঝরিয়েছে ইরান। বিপদ সাইরেনের শব্দে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ঘুম ছুটেছে। এমন পরিস্থিতিতে বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এক্স হ্যান্ডেলে তাঁর সাফ কথা, কোনও পরিস্থিততে কারও হেনস্থা সহ্য করব না। যুদ্ধের জল যে আরও অনেকটা গড়াবে, তা কার্যত স্পষ্ট তাঁর বক্তব্যে।

Advertisement

এক্স হ্যান্ডেলে খামেনেইয়ের বার্তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমরা কারও ক্ষতি করিনি। যে কোনও পরিস্থিতিতে কারও হেনস্থা সহ্য করব না। কারও হেনস্থার সামনে মাথা নোয়াব না। এটাই ইরানের নীতি।’ তাঁর বার্তায় এটা স্পষ্ট যে আমেরিকা বা ইজরায়েলের চাপ বা হামলার সামনে মাথা নত করবে না ইরান। পালটা লড়াইয়ের পথে হাঁটবে তেহরান। যা দেখে আন্তর্জাতিক মহল বলছে, যুদ্ধের আগুনে এখনই জল পড়ছে না। বরং ইরান-ইজরায়েলের দ্বন্দ্বে ঘি ঢালল আমেরিকার। সেই আগুনে না গোটা বিশ্বকেই পুড়তে হয়!

 

উল্লেখ্য, ইজরায়েল-ইরানের সংঘাতে মধ্যে সরাসরি জড়িয়েছে ওয়াশিংটন। রবিবার ভোররাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এরপরই ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। বলা হয়েছিল, এবার প্রতিটি মার্কিনি তাদের টার্গেট। যেমন কথা, তেমন কাজ! সোমবার সকালে সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাল তেহরান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। সেই রেশ কাটার আগেই এদিন রাতে কাতার এবং ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এবার সেই হামলা নিয়ে মুখ খুললেন ইরানের আয়াতোল্লা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ